দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
A সমীভবন
B বিষমীভবন
C অপিনিহিত
D অসমীকরণ
Solution
Correct Answer: Option B
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে ।যেমন: লাল>নাল,শরীর >শরীল ।
অন্য অপশনগুল্মঃ
- লাফ>ফাল (ধ্বনি বিপর্যয় ) ;
- প্রীতি>পিরীতি (স্বরভক্তি ) ;
- দেশি>দিশি (পরাগত স্বরসঙ্গতি ।