সমুদ্রপৃষ্ঠ বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -
A ১০ নিউটন
B ৫ নিউটন
C ১০ মেট্রিকটন
D ৫ মেট্রিকটন
Solution
Correct Answer: Option A
যে কোনো পদার্থের মত বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারে ৬.৭ কেজি।