‘যুগসন্ধিকালের কবি’ কাকে বলা হয়?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C বিহারীরাল চক্রবর্তী

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option B

- ১৭৬০ থেকে ১৮৬০ পর্যন্ত সময়কালকে যুগসন্ধিকাল বলা হয়।
- মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন এই দুই জনের মধ্যবর্তীকালে ঈশ্বরচন্দ্রগুপ্তের আবির্ভাব। এজন্য তাকে যুগসন্ধির কবি বলা হয়।
- যুগসন্ধিকালের কবি' বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।

- 'ছন্দের যাদুকর' সত্যেন্দ্রনাথ দত্ত, 'মুসলিম রেনেসাঁর' কবি ফররুখ আহমদ।
- কায়কোবাদের প্রকৃত নাম মুহম্মদ কাজিম আল কুরায়শী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions