Solution
Correct Answer: Option C
- "কেরামত মঙ্গল" নাটকটি লিখেছেন সেলিম আল দীন।
- এটি ১৯৮৬ সালে রচিত।
তাঁর রচিত অন্যান্য নাটক-
- জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭২),
- সংবাদ কার্টুন (১৯৭২),
- বাসন (১৯৮৫),
- মুনতাসির ফ্যান্টাসী( ১৯৭৬ ),
- শকুন্তলা(১৯৭৮),
- কীত্তনখোলা (১৯৮০),
- যৈবতী কন্যার মন (১৯৯৩),
- চাকা (১৯৯১) ইত্যাদি উল্লেখযোগ্য।