Solution
Correct Answer: Option A
- ভিটামিন বি২ যা রিবোফ্লেভিন নামে বেশি পরিচিত।
- এটি ওয়াটার সলিউবল ভিটামিন যা প্রথম ১৯২০ সালে আবিস্কৃত হয়।
- রিবোফ্লেভিন বা ভিটামিন বি২ কে ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশনের তৈরি অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিনের তালিকায় রাখা হয়েছে।
- ভিটামিন বি২ এর অভাবে দূর্বলতা অনুভব, গলায় ফুসকুড়ি উঠা, জিহ্বা শিকিয়ে যাওয়া, শরীরের চামড়া কুঁচকে যাওয়াসহ আরো নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।