রাজার দুয়ারে হাতি বাঁধা । দুয়ারে কোন কারক?
Solution
Correct Answer: Option D
'রাজার দুয়ারে হাতি বাঁধা'- দুয়ারে শব্দটি অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়াকে 'কোথায়/ কখন/ কী বিষয়ে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।