ঐতিহাসিক ৬দফার ১ম দফা কি?

A রাষ্ট্রভাষা হিসেবে বাংলা

B ধর্ম নিরেপেক্ষতা

C মুক্তি

D প্রাদেশিক স্বায়ত্বশাসন

Solution

Correct Answer: Option D

বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ১৯৬৬ সালের ২৩ মার্চ ৬ দফা উত্থাপন করেন। ছয় দফা দাবি-এর দাবিগুলো নিম্নরূপ:

প্রথম দফা : সরকারের বৈশিষ্ট হবে Federal বা যৌথরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির; তাতে যৌথরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার নির্বাচন হবে প্রত্যক্ষ এবং সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যারভিত্তিতে হবে।

অন্যান্য দফাগুলোঃ
 - কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
 -  মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
 - রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
 - বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
 - আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions