IMF কবে থেকে কাযক্রম শুরু করে?
A ১৯৪৪ সাল থেকে
B ১৯৪৬ সাল থেকে
C ১৯৪৫ সাল থেকে
D ১৯৪৮ সাল থেকে
Solution
Correct Answer: Option B
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে IMF প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়
- ১৯৪৫ সালে ২৯টি দেশ IMF এর চুক্তিতে স্বাক্ষর করে
- ১৯৪৬ সালের ২৭ ডিসেম্বর থেকে IMF আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে