ভূ-পৃষ্ঠের উপরিভাগের জীবমণ্ডলের ব্যাপ্তি কত? 

A    প্রায় ৫ কিমি

B    প্রায় ৭ কিমি

C    প্রায় ১০ কিমি

D    প্রায় ১৫ কিমি

Solution

Correct Answer: Option C

জীবমণ্ডল দ্বারা জল, স্থল ও বায়ুমন্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭ কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬+৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমন্ডলের অন্তর্ভুক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions