পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ?
A মৌসুমি বন্যা
B আকস্মিক বন্যা
C প্রবল বর্ষাজনিত বন্যা
D জোয়ার-ভাটাজনিত বন্যা
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চর ও দক্ষিণ- পূর্বাঞ্চলের উচু পাহাড়ের পার্শ্ববতী নিম্নাঞ্চলে পাহাড়সমূহ থেকে নেমে আসা জলে আকষ্মিক বন্যার সৃষ্টি হয়।