‘চাঁদের ন্যায় মুখ’=চাঁদমুখ; কোন সমাসের উদাহরণ?
A উপমিত কর্মধারয়
B উপমান কর্মধারয়
C মধ্যপদলোপী কর্মধারয়
D বহুব্রীহি
Solution
Correct Answer: Option A
উপমিত কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
চাঁদমুখ = চাঁদের ন্যায় মুখ
পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায়
রক্তকমল = কমল রক্তের ন্যায়
পদ্মাসন = আসন পদ্মের ন্যায়