তমা শাড়ির দোকানে গিয়ে ১,২০০ টাকায় একটি সিল্কের শাড়ি ও ১,৮০০ টকায় একটি থ্রিপিস ক্রয় করল । ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দোকানিকে কত টাকা দেবে ?
A ৩,১২০ টাকা
B ৩,০০০ টাকা
C ৩,১৫০ টাকা
D ২,৮৮০ টাকা
Solution
Correct Answer: Option A
মোট ক্রয় হলো = ১,২০০ + ১,৮০০ = ৩,০০০
৩,০০০ টাকার উপর কর হলো
= ৩,০০০ এড় ৪% = ১২০ টাকা ।
∴ পরিশোধ করতে হবে = ৩,০০০ + ১২০ = ৩,১২০ টাকা