শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য কোনটি?
A রসুল বিজয়
B নূর চামা
C শবে মেরাজ
D ইউসুফ-জোলেখা
Solution
Correct Answer: Option D
মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান । শাহ মুহম্মদ্দ সগীর রচিত 'ইউসুফ-জোলেখা 'কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রনয়োপাধ্যান।
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।