Solution
Correct Answer: Option A
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। অব্যয়ীভাব পূর্বপদ প্রধান সমাস। সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা (যথা), সাদৃশ্য (উপ), যোগ্যতা, পশ্চাৎ (অনু) প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
যেমন: শহরের সদৃশ = উপশহর। প্রদত্ত উদাহরণটিতে ‘উপশহর’ শব্দটি সাদৃশ্য (উপ) অর্থে ব্যবহৃত হয়েছে।