ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Correct Answer: Option D
ধ্বনি- বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক অক্ষরকেই ধ্বনি বলে। এর দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ করে।
ভাষার/শব্দের ক্ষুদ্রতম একক - ধ্বনি
বাক্যের ক্ষুদ্রতম একক বাক্যের মৌলিক উপাদান- শব্দ
ভাষার মূল উপকরণ একক - বাক্য
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions