'রুখের তন্তুলি কুম্ভীরে খাই'- চর্যার এই লাইনটির অর্থ কী?
A কাঁচা তেঁতুল কুমারী খায়।
B কাঁচা তেঁতুল কুমির খায়।
C গাছের তেঁতুল কুমির খায়।
D গাছের তেতুল কুমারী খায়।
Solution
Correct Answer: Option D
- চর্যাপদের ভাষা রূপক ও প্রতীকধর্মী। এখানে—
- ‘রুখের তন্তুলি’ মানে গাছের তেঁতুল,
- ‘কুম্ভীরে খাই’ বা ‘কুমারী খায়’ মানে কুমারী খায় বা কুমারীর ভক্ষণ বোঝানো হয়েছে রূপকভাবে।