বাংলাদেশ টেলিভিশন (উপসহকারি প্রকৌশলি)-২৬.০১.২০২৩ (69 টি প্রশ্ন )
- এখানে 'প্রশস্ত' শব্দটি ব্যবহৃত হয়েছে 'উপযুক্ত' অর্থে।
- প্রশস্ত শব্দের আক্ষরিক অর্থ হলো ''বিস্তৃত'', "প্রশস্ততা" বা "ব্যাপকতা," তবে এখানে এটি একটু ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে।
- বাক্যের অর্থ হলো "এই সময়টা প্রশান্তির জন্য উপযুক্ত নয়।" অর্থাৎ, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যা শান্তি বা প্রশান্তির জন্য উপযুক্ত বা সঠিক পরিবেশ সৃষ্টি করছে।
শুদ্ধ বাক্য Good evening, how are you? কারণ, সন্ধার পর কাউকে অভিবাদন জানানোর ক্ষেত্রে good evening ব্যবহৃত হ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) মানব সভ্যতার ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নেভিল চেম্বারলেন, যিনি ১৯৩৭ থেকে ১৯৪০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পরে উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী হন এবং ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন। যুদ্ধের শেষের দিকে ক্লেমেন্ট এটলি প্রধানমন্ত্রী হন এবং ১৯৪৫ থেকে ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। এই যুদ্ধে বিশ্বের প্রায় সব বড় দেশই জড়িত হয় এবং দুটি প্রধান জোট গঠিত হয়: মিত্রশক্তি ও অক্ষশক্তি। এই যুদ্ধে প্রায় ৫ কোটি থেকে সাড়ে ৮ কোটি মানুষ মৃত্যুবরণ করে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে নৃশংস যুদ্ধে পরিণত করে।

যুদ্ধের প্রধান কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং জাপানে ফ্যাসিবাদের উত্থান। ভার্সাই চুক্তির ফলে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ ও নাৎসিবাদের বিস্তার ঘটে। এছাড়াও, জাপানের পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা এবং ১৯৩৭ সালে চীনে আক্রমণ এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর, যখন জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই যুদ্ধের ফলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে, যা বর্তমান বিশ্ব ব্যবস্থার ভিত্তি গঠন করে
Out of the wood ( বিপদ থেকে মুক্তি) idiom-টির অর্থ free from difficulties.
Superlative degree এর structure অনুযায়ী The Padma Bridge is one of the longest bridges in Asia. বাক্যটি সঠিক।
পৃথিবী থেকে দূরত্বের ওপর নির্ভর করে স্যাটেলাইট চার প্রকার। যথা: 1. Geostationary Earth orbit (GEO). 2. Low Earth orbit (LEO). 3. Medium Earth orbit (MEO). 4. Highly Elliptical orbit (HEO). এই চার ধরনের স্যাটেলাইটে কমিউনিকেশনে LEO তে কম পাওয়ার প্রয়োজন হয়।
বাংলা ভাষায় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে। যেমন: স (বাংলা উপসর্গ) + রস (বাংলা শব্দ) = সরস।
প্রথমে Synchronous Machine দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়। অতপর দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য তা Step up transformer এর মাধ্যমে High Voltage-এ পরিণত করা হয় পরবর্তীতে High Voltage Transmission Line এর মাধ্যমে তা পরিবহন করা হয় এবং নির্দিষ্ট গন্তব্যে প্রেরণ করা হয়। তারপর সেই বিদ্যুৎকে Sub Station-এ Step down transformer এর মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়।
জ্ঞানভিত্তিক উদ্ভাবনী জাতি ও অর্থনীতি প্রতিষ্ঠায় সরকার ৭ এপ্রিল, ২০২২ সালে ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে 'স্মার্ট বাংলাদেশ" নামকরণ করে। আর এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ২১ আগস্ট, ২০২২ সালে ৩০ সদস্যবিশিষ্ট ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠিত হয়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট) স্তম্ভের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


Third conditional এর নিয়মানুযায়ী if/had যুক্ত অংশে past perfect tense থাকলে অন্য অংশে sub + could / would/ might have + v3 বসে।
সাধারণত preposition এর পরে pronoun এর objective form বসে।
শুদ্ধ বানান: Adversity (দুর্ভাগ্য)।
যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে। তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই যন্ত্রে একটি কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করা হয়।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ৩২তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়। এখানে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এর মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাবে ২০২৩ সালে আর অপরটি ২০২৪ সালে।
টাংস্টেন একটি মৌলিক পদার্থ এবং এর পারমাণবিক সংখ্যা ৭৪। এটি দৃঢ় ও দুষ্প্রাপ্য ধাতু। প্রকৃতিতে একে বিশুদ্ধ মৌল রূপে পাওয়া যায় না, তবে আকরিক যৌগ হিসেবে পাওয়া যায়। গলনাংক প্রায় ৩৪১০° সেলসিয়াস। উচ্চ গলনাঙ্কের কারণে এটি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, এক্স-রে টিউবের টার্নেট ও ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ক্ষেপণাস্ত্রের ছেদন ক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন যৌগে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবেও এটি ব্যবহৃত হয়।
Sagacious (বিচক্ষণ) এর synonym হচ্ছে judicious (বিচক্ষণ)। Malicious- বিদ্বেষপূর্ণ, malice- বিদ্বেষ; germane- প্রাসঙ্গিক।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬)। ২০টি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'মৃত্যুর আগে'। কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসুকে লেখা এক চিঠিতে ‘চিত্ররূপময় বলে মন্তব্য করেন। কবিতাটির সাথে W. B Yeats এর The Falling of the Leaves's কবিতার মিল আছে। জীবনানন্দ দাশ কাব্যটি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• জীবনানন্দ দাশ রচিত মননশীল ও নন্দনভাবনামুলক প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা (১৯৫৫), যা তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়।
• এ গ্রন্থে সংকলিত ১৫টি প্রবন্ধ কবির জীবদ্দশায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
• ‘কবিতার কথা, ‘রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা', ‘কবিতার আত্মা ও শরীর’, ‘কবিতা পাঠ', দেশ কাল ও কবিতা, ‘অসমাপ্ত আলোচনা প্রভৃতি এ গ্রন্থের বিখ্যাত প্রবন্ধ।
• কবিতার কথা শিরোনামে রচিত প্রবন্ধের শুরুতেই কবি বলেছেন, 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি।'
হ্+ ণ = হ্ণ → পূর্বাহ্ণ, অপরাহে।
নেত্রকোনা জেলার আইথর/রাঘবপুর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভাটি অঞ্চল থেকে গীতিকা সংগ্রহ করেন, যা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ থেকে ১৯৩২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থ সাহায্যে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৫৮ সালে এটি চারখণ্ডে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এ চারখণ্ডের প্রথম খণ্ড 'মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। এটি বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত হয়। মৈমনসিংহ গীতিকায় মোট ১০টি পালা অন্তর্ভুক্ত রয়েছে।
- একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
- একটি পদের পর অন্যপদ শোনার আগ্রহ (আকাঙ্ক্ষা);
- পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি ও সুশৃঙ্খল পদবিন্যাস (আসত্তি);
- পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মেলবন্ধন (যোগ্যতা)।

কাব্য : চরিত্র

-চণ্ডীমঙ্গল : কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত

-অন্নদামঙ্গল : ঈশ্বরী পাটনী, হিরামালিনী

-মনসামঙ্গল : চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর

-ধর্মমঙ্গল : হরিশচন্দ্র, লাউসেন

 

শুদ্ধ বাক্য- The girl has been reading the novel since last Saturday. কারণ, দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে বোঝাতে present perfect continuous tense ব্যবহৃত হয়।
যে যন্ত্র ডিসি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে ডিসি মোটর বলে। ডিসি মোটর প্রধানত ৪টি অংশ নিয়ে গঠিত। যথা- ক. ক্ষেত্র চুম্বক খ. আর্মেচার গ. কম্যুটেটর ও ঘ. ব্রাস। এদের মধ্যে কম্যুটেটর ডিসি মোটরের প্রধান কার্যকরী উপাদান।
বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস সূর্য। সূর্য রশ্মি সরাসরি বায়ুমণ্ডল উত্তপ্ত করতে পারে না। সূর্যতাপে ভূ-পৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং ঐ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বায়ুমণ্ডল পরোক্ষভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল প্রধানত বিকিরণ, পরিবহন, পরিচলন তাপ শোষণ পদ্ধতিতে উষ্ণ হয়। আর বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে গাছপালা ও লতা গুল্ম।
পানি ও পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ মার্চকে 'বিশ্ব পানি দিবস' হিসেবে পালন করে।
আন্দামান সাগরে সৃষ্ট ও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এর নামকরণ করে থাইল্যান্ড। সিত্রাং শব্দের অর্থ ভিয়েতনামিজ ভাষায় পাতা। এটি ২৪ অক্টোবর, ২০২২ সালে বাংলাদেশ উপকূলে আঘাত হানে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 -কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম ক্লোরোপিক্রিন।

-ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক এসিডের বিক্রিয়ায় কাঁদুনে

-গ্যাস উৎপন্ন হয়। CHCl3 + HNO3 (গাঢ়) = CCl3NO2

-(কাঁদুনে গ্যাস) + H2O। এটি একটি তেল জাতীয় পদার্থ

এবং অশ্রু উৎপাদক গ্যাস।

 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0