স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (১৭.০৮.১৭) (98 টি প্রশ্ন )
• ‘শহীদ জননী’ খ্যাত জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) রচিত ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল।
- এটি মূলত একটি ডায়েরি বা দিনলিপি, যেখানে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত অবরুদ্ধ ঢাকার চিত্র এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমীর শহীদ হওয়ার করুণ আখ্যান বর্ণিত হয়েছে।
- ১৯৮৬ সালে গ্রন্থটি প্রকাশিত হয়।
- এই গ্রন্থটি ‘Of Blood and Fire: The Untold Story of Bangladesh’s War of Independence’ নামে ইংরেজিতে অনুবাদ করেন মুস্তাফিজুর রহমান।
- বইটি ১৯৮৯ সালে ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (UPL) থেকে প্রকাশিত হয়।

জাহানারা ইমামের উল্লেখযোগ্য গ্রন্থ-
- একাত্তরের দিনগুলি
- অন্য জীবন
- বীরশ্রেষ্ঠ
- জীবন মৃত্যু
- সাতটি তারার ঝিকিমিকি (কিশোর সাহিত্য)
- গজকচ্ছপ

উৎস: বাংলাপিডিয়া ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL)।
আমরা জানি, n বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।
চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা, n = 4।
অতএব, কোণগুলোর সমষ্টি = (2 × 4 - 4) সমকোণ
= (8 - 4) সমকোণ
= 4 সমকোণ।

সঠিক উত্তর: (D) চার সমকোণ
২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় । এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান হয় । সেদিনকে বিষুব ( Equinox ) বলে । ২১ মার্চ উত্তর গােলার্ধে বসন্তকাল , তাই একে বাসন্ত বিষুব ( Vernal equinox ) বলে । ২৩ সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎকাল , তাই ঐ দিনকে শারদ বিষুব ( Autumnal equinox ) বলে ।
নির্মল চর ' অবস্থিত রাজশাহী জেলার ভারত - বাংলাদেশ সীমান্তে । এর দৈর্ঘ্য ৩০০০ ফুট এবং প্রস্থ ২০০ ফুট ।
In black and white লিখিতভাবে অর্থাৎ in writing ।
২৩ জুন ২০১৬ EU - এ থাকা , না - থাকা প্রশ্নে যুক্তরাজ্যে গণভােট অনুষ্ঠিত হয় । এ গণভােটে Eu - এ - থাকার পক্ষে রায় দেয় ৫১.৮৯ % ভােটার ।
ভিটামিন - কে ' এর অভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্জিত রক্তপাত বন্ধ হয় । ভিটামিন - সি এর অভাবে স্কার্ভি রােগ হয় । ভিটামিন - ডি এর অভাবে রিকেটস রােগ হয় ।
The Taming of the Shrew ) একটি comedy । এ নাটকটি William Shakespeare 1590 থেকে 1592 সালের মধ্যে রচনা করেন ।
Lest + sub + should + verb word হয় । অতএব সঠিক উত্তর ( ক ) should ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Bad blood অর্থ শত্রুতা বা enmity ।
বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয় ১৭৬০ - ১৮৬০ সালকে । ১৮০১ সাল থেকে আধুনিক যুগের শুরু হয় । ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ সালে জন্মগ্রহণ করেন সেজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবিকঙ্কন । সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললােহিত , সনাতন পাঠক উল্লেখ্য প্রমথ চৌধুরীও নীললােহিত ছদ্মনামে লিখতেন তবে তার ছদ্মনাম হিসেবে বীরবল পরিচিত ।
তাপ এক ধরনের শক্তি যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জন্মায় ।
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহৃত হয় । নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে সস্তা , বৈদ্যুতিক বাল্বে উচ্চ তাপে টাংস্টেন তারটি যেন জারিত হয়ে না যায় , তার জন্য নিষ্ক্রিয় আর্গন ব্যবহৃত হয় ।

ব্যাখ্যাঃ    (x+y+z) =  x²+y²+z² + 2 (xy+yz+zx) 

       => 2(xy+yz+zx) = (x+y+z)2 -  (x²+y²+z²)  

                                = (3)- 5 = 9 - 5  

      => (xy+yz+zx) = 4/2 

              xy+yz+zx = 2 


Hardly had + sub + verb + when + sub + verb - এর past form । সুতরাং গঠন অনুযায়ী When we got down সঠিক উত্তর ।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ পূরবী ( ১৯২৫ ) । তার রচিত মােট কাব্যগ্রন্থের সংখ্যা ৫৬টি । তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ও প্রথম গ্রন্থ কবিকাহিনী ( ১৮৭৮ ) ।
BIMSTEC - এর সদস্য দেশসমূহ বাংলাদেশ , ভারত, শ্রীলংকা , থাইল্যান্ড , মিয়ানমার , নেপাল ও ভুটান । অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলাে থেকে পূর্ণ সুবিধা ভােগ করার লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলাের সাথে বৃহত্তর অর্থনৈতিক সহযােগিতা জোট গঠন করাই হলাে এ সংস্থার মূল উদ্দেশ্য ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানাে ২১শে ফেব্রুয়ারি' বিখ্যাত এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা । কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি ' ( ১৯৫৩ ) গ্রন্থে । পরে এটি গানে রূপ নেয় । গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পাহাড়িদের স্বতন্ত্র জনগােষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে । এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা ।
বর্তমানে প্রধানমন্ত্রী একনেকের ( ECNEC ) সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি । এখানে সদস্যদের মধ্যে রয়েছে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী , শিক্ষামন্ত্রী ; খাদ্যমন্ত্রী ; পানিসম্পদ মন্ত্রী ; শিল্পমন্ত্রী ; বাণিজ্যমন্ত্রী ; ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী ; কৃষিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী । এছাড়া যেসব মন্ত্রণালয়ের বিষয় কমিটিতে আলােচিত হয় সেসব দপ্তরের মন্ত্রীরাও সদস্য রয়েছে একনেকে ( ECNEC ) ।
বাক্যে অতীত নির্দেশক শব্দ ( yesterday ) থাকলে বাক্যটি past indefinite tense এ হয় । সুতরাং সঠিক উত্তর ( গ ) । আর subject - এর পর yesterday থাকাতে option ( ক ) ভুল
বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে ১১৮নং অনুচ্ছেদে । আর ১৩৭নং অনচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে ।
Javier Perez de Cueller ছিলেন জাতিসংঘের পঞ্চম মহাসচিব । তিনি ল্যাটিন আমেরিকার দেশ পেরুর নাগরিক । জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ( ১ জানুয়ারি ২০১৭ - বর্তমান ) ।
৪১ হতে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে : ৪১ , ৪৩ , ৪৭ , ৫৩ , ৫৯ , ৬১ , ৬৭ , ৭১ , ৭৩ , ৭৯ , ৮৩ , ৮৯ অর্থাৎ ১২টি ।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয় । তার দ্বিতীয় কাব্যগ্রন্থ বিষের বাঁশী ( ১৯২৪ ) । বাউন্ডেলের আত্মকাহিনী ( ১৯১৯ ) কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গল্প ।
Each of the + noun ( plural ) হলে verb singular হয় ।

A = {X : X∈N এবং X² < 36} 

A = {1, 2, 3, 4, 5}

B = {X : X একটি মৌলিক সংখ্যা এবং X² < 36} 

 B = {2, 3, 5} 

C = {X : X একটি মৌলিক সংখ্যা এবং X² = 4} 

C = {2} 

A∩B∩C = {1, 2, 3, 4, 5} ∩ {2, 3, 5} ∩ {2} = {2} 


ব্যাখ্যাঃ     ১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা  

             ১০০     "   ২০   "      " (২০*৫) = ১০০ টা 

            সুদাসল = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা  

          সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা 

              "    ৫০০০০ "    "      "  = ১০০*৫০০০০/২০০ 

                                             = ২৫০০০ টাকা 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0