স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্য-সহকারী - ১৪.০৭.২০২৩ (70 টি প্রশ্ন )
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস এবং ২০২১ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
- এটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত ছিল এবং নারী ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- টেস্ট স্ট্যাটাস লাভের ফলে বাংলাদেশ নিয়মিতভাবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়, যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করে।
- এছাড়াও, এটি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় দলের সাথে প্রতিযোগিতা করার নতুন সুযোগ তৈরি করে।
সুন্দর হে দাও দাও সুন্দর জীবন । হউক দূর অকল্যাণ সকল অশোভন। উক্তিটি কাজী নজরুল ইসলামের।
রেফা: চন্দ্রবিন্দু (১৯৩১) ১৮২ পৃ. ৩৯ নং কবিতা।

কাজী নজরুল ইসলামের উক্তিঃ
- ‘দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে’।
- ‘এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহি না করিতে বাদ প্রতিবাদ’।


• Past indefinite tense-এ থাকা মারার যুক্ত interrogative sentence- passive voice- রূপান্তর করার নিয়ম: Why + was/were + object-কে subject + 3 + বাকি অংশ (যদি থাকে) + ?
• অর্থাৎ সঠিক passive form: Why was he refused admittance?
সঠিক অনুবাদ - "He is boiling with rage"(তিনি রাগে গরগর করছেন)।

A) He is burning with anger - এই বাক্যটি রাগের তীব্রতা প্রকাশ করে, তবে "boiling" শব্দের তুলনায় এটি কম প্রচলিত।
B) He is shouting in rage - এই বাক্যটি রাগ প্রকাশের একটি উপায় বর্ণনা করে, তবে এটি "গরগর করা" ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয়।
C) He is bursting into anger - এই বাক্যটি রাগের আকস্মিক প্রকাশ বর্ণনা করে।

'Man is political animal' quotation টি Aristotle -এর 'Politics' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে । 

Aristotle (আরিস্তোতল) ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক ও বিজ্ঞানী। তিনি Plato-র শিষ্য এবং Alexander the Great-এর শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে, যেমন রাজনীতি, নীতিশাস্ত্র, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কবিতা, নাটক, লজিক ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


Aristotle কেন ‘Man is a political animal’ বলেছিলেন?
Aristotle বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। তিনি মনে করতেন, মানুষ একাকী বসবাস করতে পারে না এবং সুখী ও সফল জীবনযাপনের জন্য তাদের সমাজের অংশ হতে হবে। তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মনে করতেন। তার মতে, রাষ্ট্র মানুষের স্বাভাবিক চাহিদা পূরণ করে এবং তাদের নৈতিক ও বুদ্ধিগত বিকাশ ঘটায়।
শুদ্ধ বানান: chauffeur (ব্যক্তিগত মোটর গাড়ির চালক)।
বিপরীত শব্দ:
করাল- সৌম্য,
হৃদ্য- ঘৃণা,
হাস্য- ক্রন্দন,
সুশ্রী- বিশ্রী।
- যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি গোল বা বর্তুলাকার হয়ে যায়, তাকে বর্তুল স্বর বলে। একে কুঞ্চিত স্বরধ্বনিও বলে।
- যেমন: উ, ও, অ ।
- Autumn is a second spring when every leaf is a flower উক্তিটি করেছেন বিখ্যাত ফরাসি দার্শনিক Albert Camus.
- Alebrt Camus হচ্ছেন The Modern Period এর লেখক। 
- তিনি ছিলেন ফ্রেন্স দার্শনিক ,লেখক ও সাংবাদিক। 
- তিনি ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার এবং ১৯৭৪ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Stranger , The Outsider,The Plague .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক বানানঃ ব্রোম্‌হোপুত্‌ত্রো ।

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- নিশীথিনী
- কর্নেল
- ন্যূনতম
- স্টেশন
- সৌজন্য
- পাষাণ
- হাতি/ হাতী
- বিভীষিকা
- মুহুর্মুহু
- সমীচীন। 
- মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য।
- ভারতীয় উপমহাদেশে এর চাইতে বড় সাম্রাজ্য কখনোই ছিল না।
- মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল।
- বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে আসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত ছিল এই বিশাল সাম্রাজ্য।
- প্রাচীন ভারতের মগধকে কেন্দ্র করে গড়ে উঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র।
- খ্রিস্টপূর্ব ৩২২ এ চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আশোক।
- তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত। 
অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে মোট = ৯ + ৩ = ১২ জন

৯ জন লোক কাজ করতে পারে ১৫ দিনে
১ জন লোক কাজ করতে পারে ১৫ × ৯ দিনে
১২ জন লোক কাজ করতে পারে (১৫ × ৯)/১২ দিনে
                                      = ৪৫/৪ দিনে
- নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ-সাপাহার রাসত্মার উত্তর পার্শ্বে ২কি:মি: দূরে অবস্থিত।
- তফসিল: দিবর মৌজার খতিয়ান নং-০১,দাগ নং-হাল ২৩১৪,জমির পরিমান:দিঘীর পাড় সহ ১৯.২৪ একর।
- পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী স্থাপনা দিবর দিঘী, দিবর দিঘীতে অবস্থিত দিব্যক জয়স্থম্ভ রয়েছে।
- এ দিঘী স্থানিয় জনগনের কাছে কর্মকারের জলাশয়ের নামে পরিচিত।
- দিঘীটির জলাশয়ের আয়তন প্রায় ৬০ বিঘা জমির উপরে অবস্থিত।
- দিবর দিঘীর মধ্যখানি অবস্থিত আটকোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এতবড় সত্মম্ভ বাংলাদেশে বিরল।
- এই সত্মম্ভের উচ্চতা ৩১ ফুট আট ইঞ্চি।
- এই সত্মম্ভের কোন লিপি নেই। সত্মম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত ।
সঠিক বানানঃ বৈদ্যুতিকরণ।

আরও কিছু সঠিক বানানঃ
- খণ্ড
- গবেষণা
- চ্যালেঞ্জ
- জ্ঞানীয়
- ঝুঁকিপূর্ণ
- তত্ত্ব
- দৃশ্য
- নীতিমালা
- পরিচয়
- পরিবেশ
- প্রতিযোগিতা
- প্রশিক্ষণ
- ফলাফল
- বক্তৃতা
- ব্যবস্থাপনা
- ভূমিকা
- মূল্যায়ন
- যোগাযোগ।
- পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
- অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে।
- যেমন: সাধু > সাউধ [(স্+আ+ধ+উ) > (স্+আ+‘উ'+ধ)]।
- ক্ষ ও জ্ঞ এর অন্তর্নিহিতি ই-ধ্বনির অপিনিহিতি: বক্ষ > বইক্খ; লক্ষ > লইক্খ‌ ।
- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর জাপানি অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে বাংলাদেশের পাঠকদের কাছে বাংলা ভাষায় প্রকাশিত তাঁর কয়েকটি অনুবাদের জন্য পরিচিত।
- তাঁর অনুবাদে ঢাকায় প্রকাশিত হয়েছে জাপানের প্রয়াত রাজনীতিবিদ তাকাশি হায়াকাওয়ার লেখা আমার বাংলাদেশ এবং জাপানে রেডক্রসের সাবেক কর্মী তাদামাসা ফুকিউরার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি রক্ত ও কাদা ১৯৭১।
- ব্লুটুথ (ইংরেজি: Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল।
- এটি ১০-৫০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি।
- ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার।
- ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে।
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
                                  = ৪৫০ টাকা
ধরি, প্রস্থ x মি এবং দৈর্ঘ্য =(x+৪)মিটার
প্রশ্নমতে, ২(x+৪+x)=৩২
      বা, ২x+৪ = ১৬
      বা, ২x = ১২
      বা, x = ৬
অতএব প্রস্থ =৬ মিটার  এবং দৈর্ঘ্য =(৬+৪)=১০ মি
অতএব ক্ষেত্রফল =(১০×৬)মি=৬০ বর্গমিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 চিত্র হতে, AD = 5 cm, AB= 13 cm এবং BC এর মান নির্ণয় করতে হবে । 

   ABD সমকোণী হতে, BD2 = AB2  - AD2    

           বা, BD = √AB2  - AD2 

                    =√132  - 5 

                   = √169 - 25 

                   = √144  = 12 cm 

  সুতরাং, BC= 2*12= 24 সেমি.


রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যপ্রতিভার পূর্ণ বিকাশ হয় মানসী কাব্যে। এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট ৫৬টি।
 তার রচিত কাব্যগ্রন্থঃ
- বনফুল (১৮৮০)
- কবিকাহিনী
- চিত্রাঙ্গদা
- সোনার তরী
- নদী
- চিত্রা
- চৈতালি
- পুনশ্চ
- গীতাঞ্জলি
- বনবাণী
- আকাশপ্রদীপ
- পত্রপুট
- শ্যামলী
- সেঁজুতি 
- কল্পনা
- ক্ষণিকা
- পূরবী
- মহুয়া
- সন্ধ্যাসঙ্গীত
- ছবি ও গান
- শৈশব সঙ্গীত
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- কড়ি ও কোমল ইত্যাদি।
- ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ: নলিনী, পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, সরোবর, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর।
- 'পুষ্প' শব্দের প্রতিশব্দ: প্রসূন, কুসুম, রঙ্গন, ফুল।
- ‘শিতাংশু' ও ‘শশধর’ অর্থ চাঁদ; ‘কামিনী' অর্থ নারী বা ফুলবিশেষ।
- Third conditional এর নিয়মানুযায়ী if/had যুক্ত অংশে past perfect tense থাকলে অন্য অংশে sub + could/ would/might + have + v3 বসে।
- অর্থাৎ If we had taken a Taxi, we wouldn't have missed the train- যদি আমরা ট্যাক্সি না নিতাম, তাহলে ট্রেনটি ধরতে পারতাম না ।
মনেকরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
 ক/২ + ৬ = ২ক/৩
বা, (২ক/৩) - (ক/২) = ৬
বা, (৪ক - ৩ক)/৬ = ৬
বা, ক/৬ = ৬
বা, ক = ৬ × ৬
∴ ক = ৩৬
Supine in the face of racial injustice (প্রতিবাদ করতে ব্যর্থ হওয়া) Phrase-টির অর্থ- fails to protest it.
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৮৩
আমরা জানি, n তম পদ = a + (n -1)d

প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৮৩
⇒ ৫ + ৩n - ৩ = ৩৮৩
⇒৩n + ২ = ৩৮৩
⇒ ৩n = ৩৮৩ - ২
⇒ ৩n = ৩৮১
⇒ n = ১২৭
Noun - Law (আইন)
Adjective - Legal (আইনগত)
Adverb - Legally (আইনগতভাবে)
legecy বানান টি ভুল। শুদ্ধ বানান হচ্ছে Legacy.
a - [a - {a - (a - 1)}]
= a - [a - {a - a + 1}]
= a - [a - {1}]
= a - [a - 1]
= a - a + 1
= 1
রাজা রামমোহন রায়ঃ
- আধুনিক ভারতের রেনেসাঁর জনক।
- পরিচয়: ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রবক্তা এবং বাঙ্গালি দার্শনিক।
- জন্মস্থান: হুগলির রাধানগর গ্রাম, পশ্চিমবঙ্গ।
- ভাষাজ্ঞান: আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় দক।
- প্রতিষ্ঠা করেন: কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল (১৮২৩), ব্রাহ্ম-সমাজ। (১৮২৮) [দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে]
- ব্রাহ্ম-সমাজের পূর্বনাম: আত্মীয়সভা।
- সম্পাদিত পত্রিকা:ব্রাহ্মণ সেবধি, সম্বাদ কৌমুদী, মিরাৎ-উল-আখবার।
- রচিত গ্রন্থসমূহ:
• বেদান্ত গ্রন্থ (১৮১৫): সাধু ভাষায় রচিত; বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধগ্রন্থ।
• গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
• গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩): বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
• তুহফাউল মুয়াহিদ্দীন: একেশ্বরবাদের উপর রচিত।
• বেদান্তসার (১৮১৫), ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭) ইত্যাদি।

- অবদান:
• সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন।
• গঙ্গায় সন্তান বিসর্জন ও কন্যাশিশু হত্যা রোধ।
• বাল্য বিবাহ্ ও কৌলিণ্য প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন।
• একশ্বরবাদী ব্রাহ্মসমাজ ও ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা।
• ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন। অবশেষে তাঁর মৃত্যুর ২ বছর পর ১৮৩৫ সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়।

- রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন: বৃটিশ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- রাজা উপাধি দেন: দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০)
- সমাধি: ব্রিস্টলের আর্নস ভ্যাল, যুক্তরাজ্যের তরুণ শিক্ষক এবং ভারতে ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বৃত্তের ক্ষেত্রফল এর ব্যাস বা ব্যাসার্ধের বর্গের সমানুপাতে বৃদ্ধি পাবে। সুতরাং বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0