স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (সাঁটলিপিকার /কাম-কম্পিউটার অপারেটর/সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেট) - ২০. ০৫. ২০২৩ (70 টি প্রশ্ন )
ব্লু-টুথ (Bluetooth) এর দূরত্ব সবচেয়ে কম।
• ব্লু-টুথ → ১০-১০০ মিটার।
• Wi-Max → ১০-৬০ কিলোমিটার।
• খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা—অ, অনা, অজ, অঘা, , আড়, আন, আর, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম উপসর্গ ২০টি।
যেমন:
- প্র,পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ,
'মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়?' এর সঠিক translation হবে- Where is man's past, where is his future?
Meek (নম্র ও ধৈর্য্যশীল) এর antonym হচ্ছে fierce (হিংস্র ও রাগী)।
Lazy- অলস;
strong-শক্তিশালী;
weak- দুর্বল।
• Beguiling শব্দের অর্থ (প্রতারণামূলক)

Antonyms:
-Candid 
-naive
-open
-artless
-frank
-guileless

Synonyms:
-deceitful
-deceptive
-artful
-cunning
-crafty
- 'The Asian Drama' হচ্ছে Gunnar Myrdal এর বিখ্যাত নাটক।
- তিনি ছিলেন সুইডিশ অর্থনীতিবিদ ,সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ ।
- 'An American Dilemma' তাঁর বিখ্যাত গ্রন্থ।
- অলংকারের কাজ সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি করা এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন।
- অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ- যার দ্বারা ভূষিত করা হয় বা সজ্জিত করা হয়।
- কাব্যের সৌন্দর্যকে বৃদ্ধি করবার জন্যে যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাই অলংকার।
- প্রদত্ত বাক্যে ‘না’ শব্দটি বাক্যের সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন করেছে।
- সুতরাং, প্রদত্ত বাক্যে ‘না’ অলংকার সূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।
- 'সাধের আসন' বিহারীলাল চক্রবর্তী দ্বারা রচিত কাব্যগ্রন্থ।
- 'পুনশ্চ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
- 'প্রেমাংশুর রক্ত চাই' নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ।
- 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস।
- Caliban চরিত্রটি নেয়া হয়েছে The Tempest থেকে
- এটি রচনা করেছেন William Shakespeare
- এটির আরও কিছু চরিত্র হচ্ছেঃ Miranda, Alonso, Prospero.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'কাবিলের বোন '। পাঁচ পর্বে বিভক্ত এ উপন্যাসে পূর্ব পাকিস্তানে নাগরিক পরিচয়ের সংকট ,গণঅভ্যুত্থান ,মহান মুক্তিযুদ্ধ ,বঙ্গবন্ধুর নেতৃত্বের বিমূর্ত প্রকাশ ঘটেছে ।
 
• তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো :
- লোক লোকান্তর,
- বখতিয়ারের ঘোড়া,
- দোয়েল ও দয়িতা,
- পাখির কাছে ফুলের কাছে,
- কালের কলস,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- দ্বিতীয় ভাঙ্গন।

• গল্প :
- পানকৌড়ির রক্ত।

• উপন্যাস :
- ডাহুকী,
- আগুনের মেয়ে,
- উপমহাদেশ,
- কাবিলের বোন।

- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ২০২১ সালে সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী।
আমরা জানি, ১ সপ্তাহ = ৭ দিন 
সপ্তাহে ৫ দিন বৃষ্টি হলে, 
রবিবার বৃষ্টি হবার সম্ভাবনা = ৫/৭
∴বৃষ্টি না হবার সম্ভাবনা = ১- ৫/৭ 
                            =(৭-৫)/৭ 
                            =২/৭
• জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়।
• একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে।
• GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক।
• জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
• বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হচ্ছে জামদানি
• এটি ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ- ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, স্তম্ভ ইত্যাদি।
ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন-
√বচ+ক্তি = উক্তি
√মুচ্‌+ক্তি = মুক্তি
√ভজ+ক্তি = ভক্তি ইত্যাদি।
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।
- উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২।
- ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
- পুণ্ড্রনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন
ধরি,

রহিম ইংরেজিতে  নম্বর পেয়েছে = x

সুতরাং গণিতে নম্বর পেয়েছে  = x + 14

মোট নম্বর = 180

=> x + x + 14 = 180

=> 2x = 180 - 14

=> 2x = 166

=> x = 83
∴ সুতরাং গণিতে নম্বর পেয়েছে
                               = x + 14

                                 = 83 + 14

                                 = 97
x2 - 8x – 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2xy + 2y(- 4) + 2(- 4)x - 2xy
= (x + y - 4)2 - 2xy

∴ 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r একক
∴ বৃত্তের পরিধি = 2πr একক
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গএকক

বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে, পরিধি হবে = 2πr + (2πr এর 50%) একক
= 2πr + πr একক
= 3πr একক

মনে করি, নতুন বৃত্তটির ব্যাসার্ধ = R একক
নতুন বৃত্তের পরিধি = 2πR

এখানে, 2πR = 3πr
⇒ 2R = 3r
⇒  R = (3r)/2

আবার, নতুন বৃত্তের ক্ষেত্রফল = πR2 বর্গএকক = π {(3r)/2}2 বর্গএকক = (9/4)πr2 বর্গএকক

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (9/4)πr2 - πr2 বর্গএকক = (5/4)πr2 বর্গএকক

এখন,
πr2 বর্গএকক এ বৃদ্ধি পায় (5/4)πr2 বর্গএকক
∴ 1 বর্গএকক এ বৃদ্ধি পায় {(5/4)πr2 } ÷ (πr2) বর্গএকক = 5/4 বর্গএকক

∴ 100 বর্গএকক এ বৃদ্ধি পায় (5/4) × 100 বর্গএকক = 125 বর্গএকক
মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। যেমন-দেখ্‌ +আ=দেখা।
• হাল বায়না তেড়ে গুতোয় - কুকাজে পটুত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:

'টেকে গোঁজা' - পকেট ভারী করা।
ব্যাঙ্গের আধুলি’ - অর্থের অহংকার।
'মাছি মারা কেরানি’ - বিচারবোধহীন নকলনবিশ।
'লেজে খেলানো' - বশীভূত করা।
'বাপের ঠাকুর’ - উচ্ছন্নে যাওয়া।
'হালে পানি পাওয়া - বিপদমুক্ত হওয়া।
'পঞ্চত্বপ্রাপ্তি’ - মারা যাওয়া।
• "They had hardly spoken all evening". এর সঠিক অনুবাদ হবে- তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি।

• Hardly শব্দের অর্থ প্রায় না; বলতে গেলে না।
(a-1)-1 
= 1/(a-1)
= 1/(1/a)
= a 
- All for Love 1677 সালের একটি heroic drama.
- যেটি রচনা করেছেন John Dryden.
- John Dryden ছিলেন The Restoration Period এর বিখ্যাত সাহিত্যিক ।
- তিনি ছিলেন The Father of Modern English Criticism .
- তাকে Sir Walter Scott  তাঁকে Glorious John হিসেবে আখ্যায়িত করেন  ।
আমরা জানি ,দুটি কোণের সমষ্টি 90⁰ হলে কোণ দুটিকে পরস্পরের পুরক কোণ বলা হয় ।যেহেতু ∠A ও ∠B পরস্পর পুরক কোণ এবং তাদের অনুপাত =3:2
ধরি ,
  ∠A =3x
∠B=2x
অতএব,3x+2x=90⁰
       বা,5x=90⁰
         বা,x=90⁰/5
অতএব ,
      x=18⁰
অতএব,  ∠A =3x=3×18⁰=54⁰
• The Rape of the Lock হচ্ছে Alexander Pope এর mock epic .
• Alexander Pope ছিলেন Augustan Period এর লেখক ।
• তাঁকে the leader of the Augustan Age বলা হত ।
• তাঁর উল্লেখযোগ্য কবিতা হল -The Dunciad, An Essay of Man, An Essay on Criticism
ধরি,
দশকের অংক, x
∴ এককের অংক, x + ৩
সংখ্যাটি= ১০x + x + ৩ = ১১x + ৩

শর্তমতে,
১১x + ৩ = ৩(x + x + ৩) + ৪
বা, ১১x + ৩ = ৩(২x + ৩) + ৪
বা, ১১x + ৩ = ৬x + ৯ + ৪
বা, ১১x - ৬x = ১৩ - ৩
বা, ৫x = ১০
∴ x = ২

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩
= ২২ + ৩
= ২৫
• The girl is possessed এর অনুবাদ হবে- মেয়েটি ভূতাবিষ্ট ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনতে খরচ হবে (৩৫০×৩) বা, ১০৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা 

∴ ১ টাকায় ভ্যাট দিতে হয়  (৪/১০০ ) টাকা 

∴ ১০৫০ টাকায় ভ্যাট দিতে হয়  (৪×১০৫০)/১০০ টাকা

                                     = ৪২ টাকা 

অর্থাৎ, মোট খরচ ( ১০৫০+৪২ ) বা, ১০৯২ টাকা
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0