- ১৬ তম BRICS সম্মেলন -২০২৪ সালের ২২-২৪ অক্টোম্বর রাশিয়া তে অনুষ্ঠিত হবে। - BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - এটি BRICS এর ১৬তম সম্মেলন। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- 'কোনো বাক্যে অতীত নির্দেশক কোনো সাল থাকলে বাক্যটি past indefinite tense এর নিয়মে গঠিত হয়। - This book was first published in 1985: এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৫ সালে ।
- যখন কোনো ক্রিয়া একটি preposition গ্রহণ করে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে group verb/ phrasal verb বলে। - যেমন: take অর্থ গ্রহণ করা এবং after অর্থ পরে। - কিন্তু 'take after' phrasal verb-টির অর্থ- সদৃশ হওয়া/ দেখতে একই রকম হওয়া।
- Direct speech এর reported speech -টি imperative sentence -এ থাকলে এবং তা দ্বারা উপদেশ বা পরামর্শ বুঝালে indirect করার নিয়ম: - subject+advise /suggest +obj +to+reported speech -টি অপরিবর্তিত অবস্থায় থাকে । - অর্থাৎ সঠিক indirect form -The teacher advised Alam to work regularly.
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত ।
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
-- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
-- ১০ টি অস্থায়ী সদস্য ।
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন ।
- বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম সভাপতিত্ব করেন 'আনোয়ারুল করিম চৌধুরী'
- বাংলাদেশ ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে), দ্বিতীয়বার ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।
- শুষ্ক বরফ হল হিমায়িত কার্বন ডাই অক্সাইড। - এটি -৭৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে এবং কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। তাই এর নাম শুষ্ক বরফ।
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। - এটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রাপ্ত প্রদেশ। - এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা 35 মিটার। - শহরটি 61.36 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
- বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৪-১৬ নভেম্বর, ১৯৭১ সালে ভারতের বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে বাংলাদেশের যশোর সীমান্ত এলাকার আশেপাশে অবস্থিত উদ্বাস্তু শরণার্থী শিবিরগুলোয় অবস্থানরত মানুষের দুঃখ-দুর্দশা দেখে ব্যথিত হয়ে ১৫২ লাইনের একটি কবিতা রচনা করেন, যা "September on the Jessore Road" নামে পরিচিত। - পরবর্তীতে বব ডিলান এই কবিতাকে গানে রূপদান করেন। • কবিতার কয়েকটি লাইন- Millions of Souls, nineteen seventy one Homeless on Jessore road under grey sun....
- সঞ্জয় ভট্টাচার্য্য জন্ম হয় কুমিল্লায়। - এ শহর থেকেই তাঁর সম্পাদনায়,উনিশ শত তিরিশের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করে পূর্বাশা পত্রিকা। - মোজাম্মেল হকের সম্পাদনায় ‘লহরী’ ও ‘মোসলেম ভারত’ নামক মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।
- 'ভারসাম্য' একটি বিশেষ্য পদ। - যার অর্থ দুই দিকের ভাবের সমতামূলক সামঞ্জস্য বোঝায়। - অতএব ভারসাম্যতা এখানে প্রত্যয় জনিত অশুদ্ধ। - শুদ্ধ রূপ হলো : ভারসাম্য।
- 'কোনো হোটেল কিংবা বাসায় হাজির হয়ে খাতায় নাম লেখানো' অর্থে check এর পরে preposition হিসেবে in বসে। - অন্যদিকে, ‘মূল্য পরিশোধ করে হোটেল ত্যাগ করা' অর্থে check out বসে। - The clerk checked us in and gave us our keys : দায়িত্বরত কর্মকর্তা হাজিরা খাতায় নাম লিখল এবং আমাদের রুমের চাবি দিল।
- Sir Arthur Conan Doyle এর বিখ্যাত গোয়েন্দা কাহিনী নির্ভর গল্প গ্রন্থের সংকলন হচ্ছে 'Sherlock Holmes । - এই গল্পগ্রন্থের প্রধান চরিত্র শার্লক হোমস। - Sherlock Holmes-কে নিয়ে তিনি ৪টি উপন্যাস ও ৫৬টি ছোট গল্প লিখেছেন ।
১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০+১৫)টাকা = ১১৫ টাকা
বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন =(১০০ × ৫৭৫০)/১১৫ টাকা= ৫০০০ টাকা
- বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যে ভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখাবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা বিরাম বা ছেদচিহ্ন। - বিরাম চিহ্ন 'কমা' এর অপর নাম পাদচ্ছেদ। - বাক্যের সম্বোধনের পর 'কমা' বসে । - যেমন: রশিদ, এখানে আসো। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।