বিভিন্ন মন্ত্রণালয় (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) - ২৪.০৫.২০২২ (100 টি প্রশ্ন )

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ৮ ডিসেম্বর ,২০২০ সালে 'ফাইজার ও বায়োএনটেক' উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রয়োগের মাধ্যমে দেশটিতে গণটিকা কার্যক্রম শুরু করে ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর কনসেপ্ট ও ডিজাইন করেন রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী .২৬ মার্চ , ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লোগো প্রকাশ করে ।এটি ১৬ ডিসেম্বর ,২০২১ সাল পর্যন্ত ব্যবহার করা হয়। অন্যদিকে ,১০ জানুয়ারি ,২০২০ সালে মুজিব বর্ষের লোগোর উন্মোচন করা হয় । জাতির পিটার প্রতিকৃতি সম্বলিত এ লোগোটির ডিজাইনার চিত্রশিল্পী সব্যসাচী হাজরা ।

'An apple of discord '(বিবাদের বিষয় ) idiom -টির অর্থ -an object of quarrel




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

কাপাসিয়া মডেল মাতৃমৃত্যু কমানোর একটি সফল মডেল ।নারীদের গর্ভকালীন অবস্থা থেকে প্রসব পরবর্তী সময় পর্যন্ত নিরাপদ মাতৃত্ব লাভে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৭ সালে 'গর্ভবতী আয়না ' নামের ডেটাবেজ সফটওয়্যার ও 'গর্ভবতীর গয়না ' নামের স্বাস্থ্য নির্দেশিকার সমন্বয়ে প্রযুক্তিভিত্তিক পর্যবেক্ষণ মডেল চালু করেন । প্রযুক্তির ব্যবহার ও তথ্যের অবাধ প্রবাহের ফলে এ উপজেলায় মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নেমে আসে ।

Solitary Reaper লিখেছেন William Wordsworth
-তাকে Poet of Nature, Lake Poet; The Founder of Romantic Era বলা হত ।
-তিনি তাঁর poetic diction এবং lucid language এর জন্য বিখ্যাত ছিলেন ।
-তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে একটি হল Ode to Duty.
-এছাড়াও তার আরও কবিতা হল -Ode: Intimations of Immortality,The Solitary Reaper, Tintern Abbey, To The Cuckoo, etc

মেঘদূত' কাব্য হল মহাকবি কালিদাসের
'মেঘদূত' গ্রন্থ হল হরপ্রসাদ শাস্ত্রী

চতুর্দষ শতকে ইউরোপ ,এশিয়া ও আফ্রকায় ভয়ংকর এক রোগ ছড়িয়ে পড়ে ।ইতিহাসে ভয়াবহতম এই মহামারী পরিচিত প্লেগ মহামারি নামে।ইউরোপে ১৩৪৬-১৩৫৩ সাল পর্যন্ত চলে এই মহামারি ।পরবর্তীতে এ রোগের নামকরণ করা হয় কিউবনিক প্লেগ ।ইউসিনিয়া পেসটিস নামের এক ব্যাকটেরিয়া ছিল এর মূল হোতা ।এই ব্যাকটেরিয়ার পোষক ছিল আবার ওরিয়েন্টাল রেট ফ্লি নামের এক প্রজাতির মাছি । ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে ইঁদুর থেকে প্লেগ মানব দেহে ছড়িয়ে পড়ে ।ব্ল্যাক ডেথ /মহামারি প্লেগ এর উৎপত্তি নিয়ে আছে নানা মত । তবে ধারণা করা হয় চীন ও কিরগিজস্তান সীমান্তের তিয়েন শান পার্বত্যাঞ্চল থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে । প্লেগ /ব্ল্যাক ডেথ এশিয়া থেকে চীন বণিকদের মাধ্যমে প্রথম যায় কৃষ্ণসাগরের উপকূলবর্তী ক্রিমিয়া প্রজাতন্ত্রে ।এরপর এখান থেকে ইটালির জেনোয়া ও সিসিলি দ্বীপ হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে ।

জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশেষ তৃতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’ প্রকাশিত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ।
অসমাপ্ত আত্নজীবনী’ জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্নজীবনমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয় ।
তাঁর দ্বিতীয় আত্নজীবনমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে 

মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প 'প্রাগৈতিহাসিক ' এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু ও পাঁচি।বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিখু বর্শার খোঁচায় আহত হয় ।আহত অবস্থায় তার ডাকাতদলের সহযোগী প্লেহাদের বাসায় আশ্রয় নেয় ।প্লেহাদের স্ত্রীর সাথে অশ্লীল আচরণ করায় সেখান থেকে বিতাড়িত হয় এবং প্রতিশোধপরায়ণ হয়ে প্লেহাদের ঘরে আগুন দেয় । পরবর্তীতে ভিখু ভিক্ষাবৃত্তিতে নেমে আরেক ভিখারী পাঁচির প্রেমে মত্ত হয় ।প্রেমের বাঁধা হিসেবে পাঁচির স্বামী বসিরকে হত্যা করে পাঁচিকে নিয়ে অচেনা উদ্দেশ্যে পাড়ি জমায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ফ্রান্সের এলিসি প্রাসাদ শুধু নির্মাণশৈলীর জন্য নয়, ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে পরিচিত।
-১৭১৮ সালে প্যারিস শহরে এটি নির্মিত হয়।
- নেপোলিয়ানের সময় সর্বপ্রথম এটি অফিসিয়াল দপ্তর হিসেবে ব্যবহৃত হয় ।

জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় ।এটাকে আবার ' যুদ্ধোত্তর সংবিধান 'নামেও অভিহিত করা হয় ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে।মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল ।এ সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ ;জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে ' এবং ভূমি ,নৌ ও বিমানবিহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বিহিনী রাখবে না ।এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত ।উল্লেখ্য ,১৭ সেপ্টেম্বর ,২০১৫ সালে দেশটির আইনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত সীমান্ত পেরিয়ে লড়াইয়ে সেনাবাহিনীকে আইন পাসের মাধ্যমে ক্ষমতা প্রদান করে ।

present perfect/past perfect যুক্ত active voice -কে passive voice -এ রুপান্তর করার নিয়ম -Object কে sub+have/has/had +been+v3+by+subject কে object অর্থাৎ সঠিক passive form : A great job has been done by him




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0