- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। - ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে। - প্রথম গ্যাসক্ষেত্রও আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে(১৯৫৫ সালে) এবং গ্যাস উত্তোলন শুরু করে ১৯৫৭ সালে।
- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। - ০ বিট নিম্ন ভোল্টেজ এবং ১ বিট উচ্চ ভোল্টেজ নির্দেশ করে। - Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত। - জন উইন্ডার টুকি ১৯৪০ সালে AT & T কোম্পানির বেল ল্যাবরেটরিতে Bit আবিষ্কার করেন। - কম্পিউটার মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক বিট। - মেমোরি ধারণ ক্ষমতার একক বাইট। - ড. ওয়ার্নার বুখোল্ড ১৯৫৬ সালে বাইট শব্দটি ব্যবহার করেন।
- Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory-তে read এবং write- দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory) বলে। - RAM-এ তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলে RAM এর তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে। - কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায়। - ROM (Read Only Memory) হলো স্থায়ী Memory. এতে সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংযোজন বা পরিবর্তন করা যায় না।
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে। - এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা। - কার্বন একটি বহুরূপী মৌল। - কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।
- সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাশিয়াম লবণ (R-COOK)। - সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COONa এবং পটাশিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত C17H35COOK। - তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। - গ্লিসারিন একটি উপকারী উপজাত। এটি সাবানে উপস্থিত থেকে সাবানের মোলায়েমকারক হিসেবে কাজ করতে পারে অথবা আলাদা করে অন্য কাজেও ব্যবহার করা যায়।
- ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকার একটি দেশ। - এর পূর্বনাম আবিসিনিয়া। - দেশটির রাজধানী আদ্দিস আবাবা। - এটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে, চিলি ও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা এবং বেলজিয়াম ইউরোপ মহাদেশে অবস্থিত।
- বাংলাদেশে বর্তমানে গ্রামাঞ্চলে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে- প্রথম স্তর: ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর: উপজেলা পরিষদ ও তৃতীয় স্তর: জেলা পরিষদ। - আর শহরাঞ্চলে রয়েছে দুই স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা- প্রথম স্তর: পৌরসভা, দ্বিতীয় স্তর: সিটি কর্পোরেশন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- তৈগা বনাঞ্চল পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল। - তৈগা বনাঞ্চল পৃথিবীর মোট ভূমির প্রায় ১৭% জুড়ে বিস্তৃত, যার প্রায় আয়তন ১.৫ বিলিয়ন হেক্টর। - এটি উত্তর গোলার্ধের বোরিয়াল অঞ্চলে অবস্থিত, কানাডা, রাশিয়া, আলাস্কা এবং স্ক্যান্ডিনেভিয়ার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। - তৈগা বনাঞ্চলে মূলত কনিফার বা শঙ্কুধারী গাছ থাকে, যেমন পাইন, স্প্রুস এবং লার্চ। - এছাড়াও এখানে বার্চ ও অ্যাস্পেন জাতীয় পর্ণমোচী গাছও দেখা যায়। - এই বনাঞ্চল বিশ্বের কার্বন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য-বিরোধী দিবস (International Day for the Elimination of Racial Discrimination) হিসেবে পালন করা হয়। - এই দিনটি দক্ষিণ আফ্রিকার শার্পভিলেতে ১৯৬০ সালে বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ৬৯ জন নিরীহ মানুষের স্মরণে পালন করা হয়। - জাতিসংঘ এই দিনটিকে বিশ্বজুড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা এবং সমতার প্রচারে উৎসর্গ করেছে।
- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট। - এটি ১৫ জুন ১৯৬৪-এ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (UNCTAD) জারি করা ৭৭টি দেশের যৌথ ঘোষণা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। - শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হয়। - এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি। - সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।। - এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। - জাতিসংঘের (UN) সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঐকমত্যের মাধ্যমে কিউবা ২০২৩ সালের জন্য (G-77+China) গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। - বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।
- আন্তর্জাতিক সালিশী আদালত (Permanent Court of Arbitration) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। - এই আদালত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এবং কখনও কখনও রাষ্ট্র ও ব্যক্তিগত পক্ষের মধ্যে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত। - ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই আদালত মূলত সালিশী পদ্ধতিতে আন্তর্জাতিক বিরোধ সমাধানে সহায়তা করে। - হেগ শহরটি আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত, এবং এখানে আন্তর্জাতিক বিচার আদালতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতও অবস্থিত।
- বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। - এটি পৃথিবীর গভীরতম হ্রদ। - এর সর্বোচ্চ গভীরতা ১৭৪১ মিটার। - অন্যদিকে, কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ ।
• বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত। • বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর। • বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। • এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। • বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি। • সর্বশেষ স্থলবন্দরটি মুজিবনগর স্থল কাস্টমস ষ্টেশন, মাঝপাড়া, মেহেরপুর, ঘোষণা করা হয়-২৭ মে, ২০২১।
বাংলাদেশের সংবিধানের 'তৃতীয় অধ্যায়' এর "মৌলিক অধিকার" অংশের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। অনুচ্ছেদ - ২৭ : আইনের দৃষ্টিতে সমতা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
সোর্স: বাংলাদেশের সংবিধান।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
স্বাধীনতার__ইশতেহার
- ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
- পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
- পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
- ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীনতার__ঘোষণা
- ঘোষণা : ১৯৭১ সাল ২৬ মার্চের প্রথম প্রহরে । ওয়ারলেস্/ ট্রান্সমিটারের মাধ্যমে ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।