গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান (১৮.০৮.২০১৭) (85 টি প্রশ্ন )

Past indefinite tense নির্দেশক word last week বাক্যে থাকতে । 


Lean something against something অর্থ আড়াআড়িভাবে কোনো কিছুর সাথে কিছু রাখা । 


Prohibit অর্থ বাধা দেয়া; নিষেধ করা আর protest অর্থ আপত্তি করা । সুতরাং prohibit এর সমার্থক শব্দ protest. Forbit বলে কোনো শব্দ নেই । যদি forbid (নিষেধ করা) হতো তাহলে forbid সমার্থক শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য হতো । 


Freedom (স্বাধীনতা) হলো abstract noun কারণও স্বাধীনতাকে ধরা, স্পর্শ করা যায় না শুধু অনুধাবন করা যায় । 


বিয়োগান্ত বা শোকাবহ সমাপ্তি নিয়ে গঠিত নাটককে বলা হয় tragedy (বিয়োগান্ত নাটক) । 


Macbeth নাটকটির রচিয়তা William Shakespeare । তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো Hamlet, King Lear এবং Othello ।  


Advice হলো uncountable noun. Advice কে countable noun এ পরিণত করতে a place of ....., two pieces of .... ব্যবহার করতে হয় । Advice এর পূর্বে an, one, a single ব্যবহার সঠিক নয় । 


জন্মগ্রহণের কাল সাধারণত past tense ধরা হয় এবং passive voice এ হয় । আর bear এর past participle হলো born । 


Tragic (মর্মান্তিক) এর একই অর্থবোধক শব্দ হলো pathetic (করুণ; মর্মস্পশী) । আর অন্য তিনটি শব্দের অর্থ সহানুভুতিশীল (sympathetic); মনোরম; প্রীতিকর (pleasing); সৌভাগ্য (good luck) । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সংক্ষেপ রূপ 'e.g.' এর অর্থ for example (উদাহরণস্বরূপ) । 


Abbreviation 'a.m.' বলতে বোঝায় ante meridiem (before noon) । 


Accommodation (বাসস্থান; নিবাসন) হলো সঠিক । 


English বর্ণমালায় letter সংখ্যা 26 । 


Junior হলো Latin comparative. Junior এর পূর্বে more বসে না এবং পরে than এর পরবর্তে to বসে । 


All এর পর verb এর singular এবং plural form দুটিই বসে । বাক্যে that এর পর singular verb ব্যবহার হয়েছে । সুতরাং singular verb is হবে । তাছাড়া এটা একটি proverb । 


'A snake in the grass' idiom টির বাংলা অর্থ লুকানো শত্রু অর্থাৎ a hidden enemy । 


Pulse (স্পন্দন) অনুধাবন করতে হয় । সুতরাং feel verb টি acceptable । অন্য verb গুলো pulse এর সাথে অসংগতিপূর্ণ । 


'I know him.' বাক্যটি passive voice করতে structure হবে obj কে sub + am/is/are + verb এর p.p + to (know এর ক্ষেত্রে) + sub কে obj. 


Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি একইসাথে noun এবং verb এর কাজ করে তখন তাকে gerund বলে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বাক্যটিতে but conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা but দুটি word tried এবং happy কে যুক্ত করেছে । 


- এটি একটি Irregular Adjective.
- কিছু Adjective-এর Comparative বা Superlative রূপ "-er" বা "-est" যোগ করে হয় না।
'Bad' এর তিনটি রূপ হলো:
- Positive: Bad
- Comparative: Worse
- Superlative: Worst

A bolt from the blue হলো একটি phrase যার অর্থ বিনা মেঘে বজ্রপাত সুতরাং বাক্যটি সম্পূর্ণ করতে শূন্যস্থানে blue শব্দটি ব্যবহার করতে হবে । 


Supersede শব্দের অর্থ কোনো ব্যক্তি বা বস্তুর স্থান অধিকার করা অর্থাৎ to take the place of something or somebody । 


Coward (ভীরু) এর noun form হলো cowardness (ভীরুতা)  । 




SAARC আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর । এ আঞ্চলিক সংস্থার সদর দপ্তর অবস্থিত কাঠমুন্ডুতে (নেপাল) । 




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত CoP-21 এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়। এতে মোট ১৯৬টি দেশ ও সংস্থা অংশ নেয়৷ ৪ নভেম্বর ২০১৬ এই চুক্তি কার্যকর হয়। এতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়। ২০২০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যান।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0