স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) (২৩.০২.১৭) (91 টি প্রশ্ন )

'কপোতাক্ষ নদ' সনেট জাতীয় কবিতা; 'চতুর্দশপদী কবিতাবলী' কাব্যগ্রন্থের অন্তর্গত। 'চতুর্দশপদী কবিতাবলী' বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের '[শিউলিমালা 'গল্পগ্রন্থের একটি অন্যতম গল্প - পদ্ম- গোখরা ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী যা ১৮৭৮ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল (১৮৮০) ।
 • প্রথম প্রকাশিত ছোটগল্প -  ও উপন্যাস
 • প্রথম প্রকাশিত নাটক - বাল্মিকী প্রতিভা (১৮৮১) 
 • প্রথম প্রকাশিত উপন্যাস - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩) 






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Monitoring - পরিবীক্ষণ।
visitors- পরিদর্শন।  
Revision - পর্যালোচনা।






শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি, আর বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
স্পর্শ বা উষ্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে য, র, ল, ব–এ ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলা হয় আর বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ৷



'ছম ছম ' অব্যয়বাচক দ্বিরুক্তি । যেমন -ভয়ে গা ছম ছম করছে । 'ভারা ভারা' দ্বিরুক্তি শব্দটি বিশেষণরূপে ব্যবহৃত হয় ।যেমন - রাশি রাশি ভারা ভারা ধান কাঁটা হলো সারা । 'হাতে নাতে ' পদাত্মক দ্বিরুক্তি , 'নেই নেই ' ক্রিয়াবাচক দ্বিরুক্তি ।
আরবি ভাষার অন্যান্য শব্দ- আতর, আদায়, আবির, আলকাল্লা, আসামি, জলসা, জল্লাদ, জামিন, জিম্মা, জৌলুস, তবলা, তারিখ, আদমি, ওজর, খারাপ, গরীব, সাবান, সাহেব, হালুয়া, হুকা ইত্যাদি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ' কাঁদো নদী কাঁদো ' অস্তিত্ববাদী উপন্যাস । চেতনাপ্রবাহ রীতির মাধ্যমে রচিত এ উপন্যাসের প্রধান চরিত্র -মুস্তফা ,তবারক ,খোদেজা ,খেদমাতুল্লাহ । তার আরও দুটি উপন্যাস হল - লালসালু ও চাঁদের আমাবশ্যা । অন্যদিকে সংকর সংকীর্তন ও সূর্যদীমল বাড়ী উপন্যাসের রচয়িতা হলেন যথাক্রমে আবু জাফর শামসুদ্দিন ও আবু ইসহাক ।

Third conditional -এর ক্ষেত্রে একটি অংশ past perfect হলে অন্য অংশটি হবে, sub+would have+ v.p.p । 


Verb + ing যুক্ত হয়ে যখন noun এবং verb হিসেবে কাজ করে তখন তাকে gerund বলে । সুতরাং বাক্যটিতে reading হলো gerund । 


Out and out, phrase -টির অর্থ সম্পূর্ণরূপে । Thoroughly অর্থও সম্পূর্ণ রূপে । 


That বাক্যের শূন্যস্থানে relative pronoun হিসেবে বসলে বাক্যের অর্থ যথার্থ হয় । 


Countable noun -এর পূর্বে determiner হিসেবে few বা a few বসে । few - নেই বললেই চলে এবং a few - স্বল্প সংখ্যক । 


Oasis - মরুদ্যান এর plural form হলো oases । 


Everybody থাকলে tag question এর subject they হবে এবং প্রথম অংশটি হ্যাঁ বোধক present indefinite tense হওয়ায় auxiliary verb হিসেবে don't ব্যবহার হবে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

একটি simple sentence এ দুটি verb থাকলে একটির সাথে ing হয় । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0