'নূরলদীনের সারাজীবন' নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। নাটকটি ১৯৮২ সালে প্রকাশিত হয়। এই নাটকের পটভূমি ছিল কৃষক বিদ্রোহ। তাঁর রচিত অন্যান্য নাটক- -পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬) -গণনায়ক (১৯৭৬) -এখানে এখন (১৯৮৮) -কাব্যনাট্য সমগ্র (১৯৯১) ইত্যাদি।
বাংলাদেশের জলাবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় ।এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক পরিবর্তন হয় ।গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় ।আর শীতকালে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় ।
-মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ । -মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নির্মাণ কাজ অব্যাহত থাকে। -১৬৮৪ সালে শায়েস্তা খান এর কন্যা ইরান দুখাত এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন । -১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা ।
'জননী সাহসিকা' নামে পরিচিত সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস-কুমিল্লা। তিনি ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে মারা যান । তার রচিত: - বাসন্তী (প্রথম কবিতা); এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে। - উদাত্ত পৃথিবী, - মায়া কাজল, - অভিযাত্রিক। - সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ); এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। - সৈনিক বধূ (প্রথম গল্প); এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।
রক্তরসে অবস্থিত ১৩ টি ভিন্ন ভিন্ন তঞ্চন ফাক্টর রক্ত তঞ্চনে (জমাট বাঁধায় ) অংশ নেয় ।এদের মধ্যে গুরুত্বপূর্ণ ৪ টি হচ্ছে - ১. ক্যালসিয়াম আয়ন , ২. প্রোথ্রম্বিন , ৩. ফাইব্রিনোজেন , ৪. থ্রোম্বোপ্লাস্টিন । রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতে সক্রিয় থ্রম্বিন এনজাইম সূত্রের সৃষ্টি করে।এভাবে সৃষ্ট সূত্রগুলো পরস্পর মিলিত হয়ে জালকের আকার ধারণ করে।ফাইব্রিন জালকে লোহিত রক্ত কণিকাগুলো আটকে যায় । ফলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে রক্ত জমাট বেঁধে যায় ।
- অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি অবস্থা যা শিশুদের মধ্যে নিউরোডেভেলপমেন্টাল অস্বাভাবিকতা দ্বারা চিহ্নিত করা হয়। - অটিজমে আক্রান্ত শিশুরা তাদের আচরণ এবং যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে সামাজিক পরিবেশে ভিন্নভাবে আচরণ করে। - এই অবস্থাটি সাধারণত এক থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের মধ্যে দেখা যায়।
৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। তবে একই দিন ভারতও বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে, ১৬ জানুয়ারি, ১৯৭২ সালে নেপাল ও ২৪ জানুয়ারি, ১৯৭২ সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
ক্রিপ্টোকারেন্সি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত এক ধরণের ডিজিটাল মুদ্রা। এ মুদ্রায় লেনদেনের জন্য কোনো অর্থনৈতিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দরকার পড়ে না। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার টু পিয়ার) লেনদেন করা হয়।
সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
ষাট গম্বুজ মধ্যযুগে মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত সবচেয়ে বড় মসজিদ .১৫ শতকের মাঝামাঝি সময়ে খান জাহান আলী এ মসজিদটি নির্মাণ করেন। এটি বর্তমানে বাগেরহাট শহর থেকে ৩ মেইল পশ্চিমে গড়াদিঘীর পূর্বপাড়ে অবস্থিত ।যদিও এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত,কিন্তু প্রকৃত পক্ষে মসজিদটির মোট গম্বুজ ৮১ টি । ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ।
Acronym দিয়ে গঠিত শব্দের ১ম অক্ষরের উচ্চারণে যদি vowel sound আসে তাহলে এগুলোর পূর্বে an বসে ।অর্থাৎ A,E,F,H,I,L,M,N,O,R,S,X দ্বারা শুরু হওয়া acronym গুলোর ক্ষেত্রে এটি অনুসরণ করা হয় ।যেমন -An FRCS, An LLB.
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এটি বর্তমানে বগুড়া জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার জনপদ সমূহ: - পুণ্ড্র - বঙ্গ - হরিকেল - রাঢ় - চন্দ্রদ্বীপ - বরেন্দ্র - গৌড় - সমতট - তাম্রলিপ্ত - গঙ্গারিডাই প্রভৃতি।
ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর ।এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত 'ঠেঙ্গার চর' ও 'জালিয়ার চর' এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসান চর । বর্তমানে এর আয়তন ২৫ বর্গমাইল (৬৫ বর্গ কি মি ) ।মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়ের জন্য এখানে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে ।
'Hagia Sophia' বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে ৫৩৭ সালে তৈরি করা হয় ।রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত আয়া সোফিয়া বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল নগরীতে অবস্থিত । ৫৩৭-১৪৫৩ সাল পর্যন্ত এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয় । ১৪৫৩ সালে অটোমান সুলতান মেহমেত এটিকে মসজিদ রূপান্তর করে । ১৯৫৩ সালে মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে রূপান্তর করে। বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।