'রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর'- কার রচনা?
A চন্ডীদাস
B জ্ঞানদাস
C বিদ্যাপতি
D গোবিন্দদাস
Solution
Correct Answer: Option B
- "রূপ লাগি আঁখি ঝুরে, গুণে মন ভোর" — এই পংক্তিটি জ্ঞানদাসের রচনা।
- তিনি মধ্যযুগের একজন বিশিষ্ট বৈষ্ণব পদকবি।
- জ্ঞানদাসের পদাবলী মূলত রাধা-কৃষ্ণ প্রেমলীলা অবলম্বনে রচিত।