বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (১৯.০৬.১৭) (90 টি প্রশ্ন )

গ্রিনপিস নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন । এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় । 
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রিনপিস জন্মলাভ করে।
- গ্রিনপিস ইন্টারন্যাশনালের জাতীয় ও আঞ্চলিক কার্যালয়ের সংখ্যা ২৭টি।


পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এর ভিত্তিফলক উন্মোচন করেন। চালু হয়েছে ১৩ আগস্ট ২০১৬।


বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম । আর প্রমথ চৌধুরী ও মোহিতলাল মজুমদারের ছদ্মনাম যথাক্রমে বীরবল ও সত্যসুন্দর দাস । অপরদিকে যতীন্দ্রমোহন বাগচীর উপাধি হলো-দুঃখবাদের কবি ।  


বাংলা একাডেমির মূল ভবনে নাম বর্ধমান হাউস । এটা অতীতে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হতো । 


বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় বৃক্ষ আম গাছ । 


খ্রিষ্টপূর্ব ২৬১ অব্দে মৌর্য সাম্রাজ্য ও কলিঙ্গ রাজ্যের সংঘটিত কলিঙ্গ যুদ্ধে মৌয সম্রাট অশোক জয়লাভ করেছিলেন । এ যুদ্ধে উভয়পক্ষের লক্ষাধিক লোকের প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ভয়াবহতায় বিমর্ষ হয়ে শান্তির পথ হিসেবে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন । 


বিখ্যাত পর্যটক ইবনে বতুতা উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোর অধিবাসী । আর ইতালির বিখ্যাত পর্যটক হলো মার্কো পোলো । 


আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করা নাফ নদীর নিম্নাংশ দ্বারা বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারিত হয়েছে । 


টেষ্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম সময়ে অর্থাৎ ১৬ বছর ৪ মাস ৬ দিনে তার ১০০তম টেষ্ট খেলার অভিজ্ঞতা অর্জন করে । বাংলাদেশের শততম টেষ্টটি শ্রীলংকার সাথে ১৫-১৯ মার্চ ২০১৭ কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয় । এ টেষ্টে বাংলাদেশ ৪ উইকেটে জয়লাভ করে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণপূর্বে অবস্থিত ভারতীয় রাজ্য মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে । 


১,০০০ মিলিয়নে ১০০ কোটি বা ১ বিলিয়ন হয় । আর ১,০০০ বিলিয়ন বা ১,০০,০০০ মিলিয়নে হয় ১ ট্রিলিয়ন । 


শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর ১৯৭২ জুলিও কুরি পদকে ভূষিত করে । আর এ পুরস্কার প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ । 


ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালির মুদ্রার নাম ইউরো । তুরস্কের মুদ্রার নাম লিরা । যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এবং ফিলিপাইনসহ কয়েকটি দেশের মুদ্রার নাম যথাক্রমে ডলার ও পেসো । 


জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাঙালি জাতির মাতৃভাষা বাংলার দাবির আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের জন্য একুশে ফেব্রুয়ারিকে ১৭ নভেম্বর ১৯৯৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে । 


৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় । প্রতিষ্ঠাকালে ৭টি দেশ নিয়ে সার্ক গঠিত হলেও ৩ এপ্রিল ২০০৭ আফগানিস্তান অষ্টম দেশ হওয়ার গৌরব অর্জন করে । সার্কের প্রাথমিক সদস্যগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা । 


মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আমবাগানের ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় । আর এ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ করেন । 


১৯৬৬-৬৮ সাল পর্যন্ত কারান্তরীন থাকাকালীন আত্মজীবনীমূলক কারাস্মৃতি গ্রন্থ 'কারাগারের রোজনামচা' । গ্রন্থটি বাংলা একাডেমি কর্তৃক ১৭ মার্চ ২০১৭ প্রথম প্রকাশিত হয় । 


আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়' পংক্তিটি কবি জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যের 'আবার আসিব ফিরে' কবিতার । 


মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটং দেশটির প্রথম রাষ্টপতি হন । আর জন এডামস, টমাস জেফারসন ও আব্রাহাম লিংকন যথাক্রমে দেশটির দ্বিতীয়, তৃতীয় ও ষোড়শ প্রেসিডেন্ট । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সংরক্ষিত ১৩টি সহ ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সংরক্ষিত ৭টিসহ ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয় সংরক্ষিত ৭টিসহ ১৬৭টি আসনে । আর দুটি আসনের মধ্যে একটিতে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয় । 


১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের কোনো এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাষ্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ফিদেল ক্যাষ্ট্রো বলেছিলেন 'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যাক্তি ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য' । 


গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে অবস্থিত । এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে । এই রেখার মান 0 । এই রেখার সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য সময় গণনা করা হয় । 


পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটকে পটাশ এলাম বা ফিটকিরি বলে । KSO.AI(SO).24HO হলো এর সংকেত । 


অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে/দহনে সাহায্য করে । হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না । কার্বন-ডাই-অক্সাইড নিজেও জ্বলে না অপরের দহনকেও প্রতিহত করে । 


আহ্নিক গতির জন্য পৃথিবীতে দিবা-রাত্রি, জোয়ার-ভাঁটা সংঘটিত হয় । বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন, দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি সংঘটিত হয় । 


সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার । পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্র হাইড্রোফোন । বিশেষ ধরনের শব্দ সৃষ্টিকারী যন্ত্র সনোমিটার । গ্যাসের চাপ মাপার যন্ত্র ম্যানোমিটার । তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হলো হাইড্রোমিটার । 


৭২ × ৭৫ × ৩৩ × ৪৪ × ২ 

=  ৮ × ৯ × ৩ × ২৫ × ৩ × ৪ × ২  

= ২ × ৩ × ৩ × ৫ × ৩ × ২ × ২ × ২৮ 

= ২৩+৩+৩+৮  × ৩৩+২+১  × ৫২ 

= ২১৭  × ৩৬  × ৫২    

কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলোর ঘাত যদি জোড় হয় তবে সেটি পূর্ণবর্গসংখ্যা । এখানে, ২১৭  -এর সাথে ২ গুণ করলে গুণফল ২১৮  হয় । 

    সংখ্যাটির সাথে ২ গুণ করলে এটি পূর্ণবর্গ হবে । 


 P টাকায় পাওয়া যায় m টি পেন্সিল 

 1      "      "       " m/p "  " 

m     "       "      " m/p  "   " 

     অর্থাৎ m টাকায় m/p সংখ্যক পেন্সিল পাওয়া যাবে । 


    

    অনুরূপ ∠AEF = অনুরূপ ∠B 

    ∠AEF = 48 

  এখন, ∠AEF + ∠EAF + ∠AFE = 180  

                                     [ত্রিভুজের তিনকোণের সমষ্টি 180 ]

    বা, 48 + ∠EAF + ∠AFE = 180   

       ∠EAF + ∠AFE = 180 - 48 = 132  


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

   72.33x-5  = 2 

বা, 8 x 9.33x-5  = 2

বা, 8.3.33x-5  = 8 

বা, 33x-5+2  = 1 

বা, 33x - 3  = 1 

বা, 33x-3  = 3 

বা,  3x - 3 = 0 

বা, 3x = 3 

     x = 1 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0