গ্রিনপিস নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন । এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় । - ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রিনপিস জন্মলাভ করে। - গ্রিনপিস ইন্টারন্যাশনালের জাতীয় ও আঞ্চলিক কার্যালয়ের সংখ্যা ২৭টি।
পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এর ভিত্তিফলক উন্মোচন করেন। চালু হয়েছে ১৩ আগস্ট ২০১৬।
খ্রিষ্টপূর্ব ২৬১ অব্দে মৌর্য সাম্রাজ্য ও কলিঙ্গ রাজ্যের সংঘটিত কলিঙ্গ যুদ্ধে মৌয সম্রাট অশোক জয়লাভ করেছিলেন । এ যুদ্ধে উভয়পক্ষের লক্ষাধিক লোকের প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ভয়াবহতায় বিমর্ষ হয়ে শান্তির পথ হিসেবে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন ।
টেষ্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম সময়ে অর্থাৎ ১৬ বছর ৪ মাস ৬ দিনে তার ১০০তম টেষ্ট খেলার অভিজ্ঞতা অর্জন করে । বাংলাদেশের শততম টেষ্টটি শ্রীলংকার সাথে ১৫-১৯ মার্চ ২০১৭ কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয় । এ টেষ্টে বাংলাদেশ ৪ উইকেটে জয়লাভ করে ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর ১৯৭২ জুলিও কুরি পদকে ভূষিত করে । আর এ পুরস্কার প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ ।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালির মুদ্রার নাম ইউরো । তুরস্কের মুদ্রার নাম লিরা । যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এবং ফিলিপাইনসহ কয়েকটি দেশের মুদ্রার নাম যথাক্রমে ডলার ও পেসো ।
জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাঙালি জাতির মাতৃভাষা বাংলার দাবির আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের জন্য একুশে ফেব্রুয়ারিকে ১৭ নভেম্বর ১৯৯৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ।
৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় । প্রতিষ্ঠাকালে ৭টি দেশ নিয়ে সার্ক গঠিত হলেও ৩ এপ্রিল ২০০৭ আফগানিস্তান অষ্টম দেশ হওয়ার গৌরব অর্জন করে । সার্কের প্রাথমিক সদস্যগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা ।
মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আমবাগানের ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় । আর এ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ করেন ।
১৯৬৬-৬৮ সাল পর্যন্ত কারান্তরীন থাকাকালীন আত্মজীবনীমূলক কারাস্মৃতি গ্রন্থ 'কারাগারের রোজনামচা' । গ্রন্থটি বাংলা একাডেমি কর্তৃক ১৭ মার্চ ২০১৭ প্রথম প্রকাশিত হয় ।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটং দেশটির প্রথম রাষ্টপতি হন । আর জন এডামস, টমাস জেফারসন ও আব্রাহাম লিংকন যথাক্রমে দেশটির দ্বিতীয়, তৃতীয় ও ষোড়শ প্রেসিডেন্ট ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সংরক্ষিত ১৩টি সহ ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সংরক্ষিত ৭টিসহ ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয় সংরক্ষিত ৭টিসহ ১৬৭টি আসনে । আর দুটি আসনের মধ্যে একটিতে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয় ।
১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের কোনো এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাষ্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ফিদেল ক্যাষ্ট্রো বলেছিলেন 'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যাক্তি ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য' ।
গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে অবস্থিত । এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে । এই রেখার মান 0o । এই রেখার সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য সময় গণনা করা হয় ।
অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে/দহনে সাহায্য করে । হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না । কার্বন-ডাই-অক্সাইড নিজেও জ্বলে না অপরের দহনকেও প্রতিহত করে ।
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার । পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্র হাইড্রোফোন । বিশেষ ধরনের শব্দ সৃষ্টিকারী যন্ত্র সনোমিটার । গ্যাসের চাপ মাপার যন্ত্র ম্যানোমিটার । তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হলো হাইড্রোমিটার ।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।