এগুলোকে মূল শব্দ CLRTBQSMAPDINFJKGYX থেকে বের করা হয়েছে।
এখানে লক্ষ্য করলে দেখা যায় যে, LBT, IJF, এবং BMS এই তিনটি অক্ষরধারা মূল শব্দের ক্রমানুসারে পাওয়া যায়। কিন্তু PID এই ধারাটি ব্যতিক্রম, কারণ এটি উল্লিখিত শব্দের ক্রমানুসারে সঠিকভাবে উপস্থিত নয় বা ব্যতিক্রমী বিন্যাস রয়েছে।
মনে করি, মোট লাভ = ১০০ টাকা Charity তে দান করার পর রাশেদের লাভ = {৩/(৩+২)} × ৯৫ = (৩/৫) × ৯৫ = ৫৭ টাকা
এখন, রাশেদের লাভ ৫৭ টাকা হলে মোট লাভ = ১০০ টাকা রাশেদের লাভ ১ টাকা হলে মোট লাভ = ১০০/৫৭ টাকা রাশেদের লাভ ৮৫৫ টাকা হলে মোট লাভ = (১০০ × ৮৫৫)/৫৭ = ১৫০০ টাকা
- বিদ্যুৎ জেনারেটিং স্টেশন থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন বলা হয়। - প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত ১১০ কেভি, ১৩২ কেতি, ২৩২ কেডি ও ৪০০ কেভি পর্যন্ত বা আরো বেশি হতে পারে। - বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি।
- কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (CPGCBL) একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। - এটি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমাতে কাজ করে। - CPGCBL এর প্রধান প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি ২x৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। - এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমের জন্য প্রধান উৎস হলো পদ্মা নদী। - এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত এবং পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নির্মিত। - বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয়, যা পদ্মা নদী থেকে সরবরাহ করা হয়।
- মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা (Coal) ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। - মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় ২০২৩ সালের ২৯ জুলাই। পরীক্ষামূলক উৎপাদনের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে প্রথম ইউনিটটি পূর্নাঙ্গভাবে চালু করে। - মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত। - এটি প্রতিটি ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের সমন্বয়ে গঠিত। - প্রকল্পটি জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ১৪৮টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে: - ২১টি ম্যাচ জিতেছে। - ১০৮টি ম্যাচে হেরেছে। - ১৯টি ম্যাচ ড্র হয়েছে।
- প্রথম টেস্ট ম্যাচ: ১০ নভেম্বর ২০০০ সালে ভারতের বিপক্ষে। - প্রথম টেস্ট জয়: জানুয়ারি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে। - সর্বশেষ জয়: ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে।
ভুটানকে "বজ্রপাতের দেশ" বলা হয় কারণ দেশটির স্থানীয় নাম ‘দ্রুক ইয়ুল’ (Druk Yul), যার অর্থই হচ্ছে “বজ্রড্রাগনের দেশ”। ভুটানের জাতীয় প্রতীক ও সংস্কৃতিতেও বজ্রপাত বা বজ্রড্রাগনের ব্যাপক উপস্থিতি রয়েছে। ভুটানের পার্বত্য ভূপ্রকৃতি ও আবহাওয়ার কারণে এখানে প্রায়ই বজ্রপাত হয়, তাই ঐতিহাসিকভাবেও এই নামটি প্রচলিত হয়েছে।
ভুটানের সরকারি ভাষা জংখা-তেও দেশটির নাম ‘দ্রুক ইয়ুল’—এবং তাদের রাজাকে বলা হয় ‘দ্রুক গ্যালপো’ অর্থাৎ বজ্রড্রাগনের রাজা। এই কারণে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়।
ভুটান পূর্ব হিমালয়ের একটি দেশ। ভুটানের ভূপ্রকৃতি অত্যন্ত পাহাড় দ্বারা আবদ্ধ। এই পাহাড় গুলোর উচ্চতা ৮,০০০ মিটার পর্যন্ত। এই পাহাড়গুলির কারণে ভুটানে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। ভুটানে প্রতি বছর গড়ে ৩০০ দিন বজ্রপাত হয়। এর কারণে ভুটানে প্রতি বছর প্রায় ১০০ জনের বেশি মানুষ মারা যায়।
- সূর্যোদয়ের দেশ : জাপান - নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে - ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ : ইতালি - হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড - ম্যাপল পাতার দেশ : কানাডা - দক্ষিণের গ্রেট ব্রিটেন : নিউজিল্যান্ড।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ: - প্রথম উত্তর আমেরিকার দেশ বার্বাডোস। - মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। - ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। - প্রথম উপসাগরীয় দেশ- কুয়েত। - প্রথম ওশেনিয়ার দেশ- টোংগা। - প্রথম আফ্রিকান দেশ- সেনেগাল। - প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ- ইরাক।
- সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি, যা উত্তর আফ্রিকার বেশির ভাগ অংশ জুড়ে রয়েছে। - এটি আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, মরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান এবং তিউনিসিয়া সহ একাধিক দেশ জুড়ে বিস্তৃত।
- পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত সংযুক্তকারী রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ। - এটি বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু। - এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। - তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়। - হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১৭৯৮.৩২ মিটার। - এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে। - এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১০ জুলাই ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। - WHO-এর পূর্ণরূপ: World Health Organization. - মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (বর্তমানে মহাপরিচালক)। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৪টি। - বাংলাদেশ এর সদস্যপদ: বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। - এর দৈর্ঘ্য ৬৩৮০ কিলোমিটার। - এটি চীনের তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে।
- ইউফ্রেটিস নদী পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী যা ফোরাত নদী নামে পরিচিত। - মেকং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আন্তঃসীমান্ত নদী। - ইয়েলো (হলুদ) নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্ণেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
- ব্রহ্মপুত্র নদের তীরাঞ্চল ছাড়া সম সড়ক থেকে বৃহত্তর রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও নিয়ে ৬ নং সেক্টরে গঠিত।
- এটিই একমাত্র সেক্টর, যার হেড কোয়ার্টারের অবস্থান ছিল বাংলাদেশের অভ্যন্তরে (পাটগ্রাম, লালমনিরহাট)।
- এ সেক্টেরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম.কে. বাশার।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। - তিনি একজন বাঙালি গীতিকার। - তাঁর রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। - তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। - তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। • মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে- - মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, - এক সাগর রক্তের বিনিময়ে, - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, - লেফট রাইট লেফট রাইট, - হুঁশিয়ার হুঁশিয়ার, - পদ্মা মেঘনা যমুনা,
- তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।
- ইস্তাম্বুল তুরস্কের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত দেশটির বৃহত্তম নগরী ও প্রধান সমুদ্রবন্দর। - এটি প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল। - নগরীটি কৃষ্ণসাগরের প্রবেশপথে একটি উপদ্বীপের উপরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। - নগরীটি ইউরোপ ও এশিয়াকে পৃথককারী এবং কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে সংযোগকারী সরু বসফরাস প্রণালীর পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। - ইস্তাম্বুলের পশ্চিম অংশ ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব ভাগে এবং পূর্ব অংশ এশিয়ার পশ্চিমভাগে পড়েছে।
- বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। - রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪ সেপ্টেম্বর, ২০২৪ এ শনিবার সন্ধ্যায় তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। - আইন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ করা হয়। - তিনি ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
- প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে। - অর্থাৎ প্রণালি একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। - জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে আর পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকাকে।
বিখ্যাত কিছু প্রণালী: • আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী । • জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে। • উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী । • বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী । • ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী । • বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর । • যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী । • পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে । • হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর । • হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে— ইরান ও ওমানের মধ্যে ।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। - মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। - ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
- বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হয় ১৭ অক্টোবর, ১৯৭২ সালে। পূর্ণ সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে। - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - এর বর্তমান সদস্য ১৯৩টি। - ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। - ৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স। - অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় । - দক্ষিণ সুদান হল সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়। - জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- ১০-৩০ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়। - অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনে ভাষণ দেন। - ৭৯তম অধিবেশনে বির্তকের মূল প্রতিপাদ্য ছিল 'কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা'। - আর ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইউনজি ইয়াং এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
- '৩০ নভেম্বর' জাতীয় আয়কর দিবস। - ২০০৮ সাল থেকে '১৫ সেপ্টেম্বর' আয়কর দিবস উদযাপিত হতো। - পরবর্তীতে ২০১৬ সাল থেকে '৩০ নভেম্বর' জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হচ্ছে।
- জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াস ঢাকার সাভার উপজেলার নবীনগরে অবস্থিত। - স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে। - উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার, ফলকের সংখ্যা ৭টি। - জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। - ১৬ ডিসেম্বর, ১৯৮২ হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন।
- বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রীলংকা সফরে গিয়ে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশ গুলো নিয়ে একটি আঞ্চলিক সংস্থা গঠনের প্রতি গুরুত্বারোপ করেন এবং ১৯৮০ সালের মে মাসে তিনি লিখিত প্রস্তাব দেন। - ১৯৮২ সালের ২ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ৭টি দেশে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। - অবশেষে ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।