- ২ ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন' প্রকাশিত হয়। - গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা; প্রচ্ছদ করেন তারিক সুজাত; প্রকাশ করেন বাংলা একাডেমি এবং ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম। - ২থেকে ১২ অক্টোবর, ১৯৫২ সালে গণচীনের পিকিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন। - সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো কয়েকজন অংশগ্রহণ করেন। এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম চীন সফর। - ১৯৫৭ সালে তিনি শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দফতরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে দ্বিতীয়বার চীন সফর করেন। - চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৫৪ সালে কারাবন্দী থাকা অবস্থায় একটি ডায়েরি লেখেন। - সেই ডায়েরি'র পরিমার্জিত রূপ ‘আমার দেখা চীন’ । - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'সোনার তরী' (১৮৯৪) এর বিখ্যাত কবিতা ‘সোনার তরী'। - ১৮৯১ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন। - সেখানেই তিনি পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচনা করেন। - 'সোনার তরী' কবিতার পঙ্ক্তি- ‘কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, / চারি দিকে বাঁকা জল করিছে খেলা।' - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য 'মানসী' (১৮৯০), 'চিত্রা' (১৮৯৬) ও ‘বলাকা' (১৯১৬)।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা ‘বঙ্গভাষা' এর বিখ্যাত পঙ্ক্তি ‘ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, / এ ভিখারী দশা তবে কেন তোর আজি।' - কবিতাটি অষ্টক ও ষটকে বিভক্ত এবং অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা' (১৯২৯) কাব্যের অন্যতম কবিতা ‘চল্ চল্ চল্'। - ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন। - তখন তিনি সৈয়দ আবুল হোসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে (বর্তমান- বাংলা একাডেমি) অবস্থানকালে এ গানটি রচনা করেন। - এটি প্রথম ‘নতুনের গান' শিরোনামে ‘শিখা পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়। - ১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কবিতার / গানের ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ।
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - ক্রিয়াকে ‘কোথা হতে’, ‘কি হতে’ বা ‘কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। - যেমন: মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা হতে পলায়নের কথা বলা হয়েছে? তাহলে উত্তর পাই- পাঠশালা হতে। - সুতরাং, ‘পাঠশালা’ অপাদান কারক এবং এর সাথে শূন্য বিভক্তি (পাঠশালা+০) যুক্ত হয়েছে বলে এটি অপাদান কারকে শূন্য বিভক্তি।
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। - যেমন: নিশীথ রাতে বাজছে বাঁশি। প্রদত্ত বাক্যে বিশেষণ ‘নিশীথ’ বিশেষ্য ‘রাত’ এর অবস্থা প্রকাশ করছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। - দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় এবং এ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। - যেমন: তিন প্রান্তরের সমাহার = তেপান্তর । অন্য গ্রাম = গ্রামান্তর (নিত্য সমাস); অন্য দেশ = দেশান্তর (নিত্য সমাস); অন্য লোক = লোকান্তর (নিত্য সমাস)।
- সংস্কৃত ‘অভি’ উপসর্গযোগে গঠিত ‘অভিরাম’ শব্দের অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। - বিরামহীন অর্থ বিরতিহীন; উপাধান অর্থ বালিশ এবং চলন অর্থ গমন, ভ্রমণ, প্রস্থান।
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। - একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি সমাস। - এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয়। - যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ (ব্যধিকরণ বহুব্রীহি); নাই জানা = অজানা (নঞ তৎপুরুষ); দুই তল আছে যার = দোতলা (প্রত্যয়ান্ত বহুব্রীহি)।
- Laparoscopy Operation এর শুরুতে কার্বন ডাই-অক্সাইড ঢুকিয়ে পেট ফুলানো হয় যাতে ভেতরের অঙ্গ- প্রত্যঙ্গ আলাদা হয়ে জায়গাটা মনিটরিংয়ে সুবিধা হয়। - নাভিদেশ বা পেলভিক বোনের কাছে একটা ফুটো করে ট্রোকার ঢোকানো হয় এবং তার ভেতর দিয়ে টিউবের সাহায্যে গ্যাস ঢুকিয়ে পেট ফোলানো হয়।
- একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৭-৮%। - এই হিসাবে ৭০ কেজি ওজনের মানুষের শরীরে রক্তের পরিমাণ ৫ লিটার।
- যক্ষ্মা নির্ণয়ে প্রথম Mantoux Test (MT) করা হয়। - এরপর স্পুটাম পরীক্ষা করা হয়। - তারপর পর্যায়ক্রমে এক্সরে করা হয় এবং এফএনসি করা হয়। - এরপর Gene X-part test করা হয়। - Gene X-part test যক্ষ্মা নির্ণয়ের সর্বোত্তম পরীক্ষা।
- কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ (ফাইলেরিয়া) রোগ হয় । - এবং স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। - আর এডিস (Ades) নামক এক জাতীয় মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।