স্বাস্থ্য অধিদপ্তর (মেডিকেল টেকনিশিয়ান) - ১৫.০৪.২০২৩ (100 টি প্রশ্ন )
- ২ ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন' প্রকাশিত হয়।
- গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা; প্রচ্ছদ করেন তারিক সুজাত; প্রকাশ করেন বাংলা একাডেমি এবং ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম।
- ২থেকে ১২ অক্টোবর, ১৯৫২ সালে গণচীনের পিকিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন।
- সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো কয়েকজন অংশগ্রহণ করেন। এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম চীন সফর।
- ১৯৫৭ সালে তিনি শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দফতরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে দ্বিতীয়বার চীন সফর করেন।
- চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৫৪ সালে কারাবন্দী থাকা অবস্থায় একটি ডায়েরি লেখেন।
- সেই ডায়েরি'র পরিমার্জিত রূপ ‘আমার দেখা চীন’ ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'সোনার তরী' (১৮৯৪) এর বিখ্যাত কবিতা ‘সোনার তরী'।
- ১৮৯১ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে অবস্থান করেন।
- সেখানেই তিনি পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচনা করেন।
- 'সোনার তরী' কবিতার পঙ্ক্তি- ‘কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, / চারি দিকে বাঁকা জল করিছে খেলা।'
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য 'মানসী' (১৮৯০), 'চিত্রা' (১৮৯৬) ও ‘বলাকা' (১৯১৬)।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা ‘বঙ্গভাষা' এর বিখ্যাত পঙ্ক্তি ‘ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, / এ ভিখারী দশা তবে কেন তোর আজি।' 
- কবিতাটি অষ্টক ও ষটকে বিভক্ত এবং অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা' (১৯২৯) কাব্যের অন্যতম কবিতা ‘চল্‌ চল্‌ চল্‌'।
- ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন।
- তখন তিনি সৈয়দ আবুল হোসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে (বর্তমান- বাংলা একাডেমি) অবস্থানকালে এ গানটি রচনা করেন।
- এটি প্রথম ‘নতুনের গান' শিরোনামে ‘শিখা পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কবিতার / গানের ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ।
- বাংলা ভাষায় আগত তুর্কি শব্দ: বাবা, আলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, চাকর, দারোগা, তোপ, বন্দুক, বাবুর্চি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি।
 যে নারীর স্বামী ও পুত্র নেই- অবীরা;
 যে নারীর বিয়ে হয়নি- কুমারী;
 যে নারীর বিয়ে হয় না- অনূঢ়া;
 যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া।
- ‘কেতাদুরস্ত’ বাগধারার অর্থ পরিপাটি। কুপমণ্ডুক - ঘরকুনো; বিন্দু বিসর্গ- সামান্যতম; গোঁফ-খেজুরে- নিতান্ত অলস। 
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- ক্রিয়াকে ‘কোথা হতে’, ‘কি হতে’ বা ‘কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
- যেমন: মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা হতে পলায়নের কথা বলা হয়েছে? তাহলে উত্তর পাই- পাঠশালা হতে।
- সুতরাং, ‘পাঠশালা’ অপাদান কারক এবং এর সাথে শূন্য বিভক্তি (পাঠশালা+০) যুক্ত হয়েছে বলে এটি অপাদান কারকে শূন্য বিভক্তি।
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
- যেমন: নিশীথ রাতে বাজছে বাঁশি। প্রদত্ত বাক্যে বিশেষণ ‘নিশীথ’ বিশেষ্য ‘রাত’ এর অবস্থা প্রকাশ করছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় এবং এ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে।
- যেমন: তিন প্রান্তরের সমাহার = তেপান্তর । অন্য গ্রাম = গ্রামান্তর (নিত্য সমাস); অন্য দেশ = দেশান্তর (নিত্য সমাস); অন্য লোক = লোকান্তর (নিত্য সমাস)।
পুরুষবাচক ও স্ত্রীবাচক
কুলি – কামিন 
শুক – সারী,
বাদশা – বেগম,
সাহেব – বিবি,
জামাই – মেয়ে ।
- বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, চাবি, বালতি, গির্জা, পেয়ারা, আতা, আলপিন, আলকাতরা, আলমারি, কেদারা, কামরা, কেরানী, গুদাম, জানালা, পাদ্রি, ইংরেজ, তোয়ালে ইত্যাদি।
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
- যেমন: সম্+ধি (ম্+ধ = ন্+ধ) = সন্ধি।
শুদ্ধ বানানঃ  মুমূর্ষু

• গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- অনূর্ধ্ব, 
- এতদ্ব্যতীত, 
- অন্তঃসত্ত্বা, 
- ঔজ্জ্বল্য, 
- অন্ত্যেষ্টিক্রিয়া, 
- অমর্ত্য, 
- অলঙ্ঘ্য, 
- ক্ষুন্নিবৃত্তি ।



- ‘অগ্নি’ এর সমার্থক শব্দ: অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন।
- প্রজ্বলিত অর্থ উজ্জ্বল, আলোকিত, দীপ্ত।
- সংস্কৃত ‘অভি’ উপসর্গযোগে গঠিত ‘অভিরাম’ শব্দের অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।
- বিরামহীন অর্থ বিরতিহীন; উপাধান অর্থ বালিশ এবং চলন অর্থ গমন, ভ্রমণ, প্রস্থান।
শুদ্ধ বানান- প্রতিযোগিতা
 
গুরুত্তপুর্ণ কিছু বানানঃ
- বিদ্বজ্জন,
- স্বায়ত্তশাসন,
- স্বাতন্ত্র্য,
- বর্ত্ম,
- স্বাচ্ছন্দ্য,
- সাত্ত্বিক।

- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
- একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি সমাস।
- এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয়।
- যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ (ব্যধিকরণ বহুব্রীহি); নাই জানা = অজানা (নঞ তৎপুরুষ); দুই তল আছে যার = দোতলা (প্রত্যয়ান্ত বহুব্রীহি)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


- Povidone iodine, chlorhexidine, Cetrimide এটি এন্টিসেপটিক সলুশন, যা ক্ষত, পোড়া ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
- Laparoscopy Operation এর শুরুতে কার্বন ডাই-অক্সাইড ঢুকিয়ে পেট ফুলানো হয় যাতে ভেতরের অঙ্গ- প্রত্যঙ্গ আলাদা হয়ে জায়গাটা মনিটরিংয়ে সুবিধা হয়।
- নাভিদেশ বা পেলভিক বোনের কাছে একটা ফুটো করে ট্রোকার ঢোকানো হয় এবং তার ভেতর দিয়ে টিউবের সাহায্যে গ্যাস ঢুকিয়ে পেট ফোলানো হয়।
- একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৭-৮%।
- এই হিসাবে ৭০ কেজি ওজনের মানুষের শরীরে রক্তের পরিমাণ ৫ লিটার।



- যক্ষ্মা নির্ণয়ে প্রথম Mantoux Test (MT) করা হয়।
- এরপর স্পুটাম পরীক্ষা করা হয়।
- তারপর পর্যায়ক্রমে এক্সরে করা হয় এবং এফএনসি করা হয়।
- এরপর Gene X-part test করা হয়।
- Gene X-part test যক্ষ্মা নির্ণয়ের সর্বোত্তম পরীক্ষা।
- কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ (ফাইলেরিয়া) রোগ হয় ।
- এবং স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- আর এডিস (Ades) নামক এক জাতীয় মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0