Solution
Correct Answer: Option C
- তাপ হলো এক প্রকার শক্তি, যা কোনো পদার্থের অণুগুলোর মোট গতিশক্তির ফল।
- অন্যদিকে, তাপমাত্রা হলো ওই অণুগুলোর গড় গতিশক্তির পরিমাপ, যা নির্ধারণ করে বস্তুটি কতটা গরম বা ঠান্ডা।
- তাপের স্বাভাবিক ধর্ম হলো এটি সবসময় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে প্রবাহিত হয়