Solution
Correct Answer: Option B
- এগ্রোসান হলো একটি রোগনাশক, যার প্রধান কার্যকরী উপাদান হলো পারদ (Mercury)।
- পারদ দীর্ঘকাল থেকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যা ফসলের রোগ প্রতিরোধে কার্যকর।
- বেনলেট, ক্যাপটান ও হিনোসান অন্যান্য ধরনের পেস্টিসাইড, কিন্তু এগুলোর কার্যকরী উপাদান পারদ নয়।
- বিশেষ করে ক্যাপটান একটি ফাঙ্গিসাইড যা কেপ্টেন (Captan) নামক যৌগ থেকে তৈরি, বেনলেট হচ্ছে অসমীয়া বা স্থানীয় ব্রান্ড নাম, আর হিনোসান অন্য ধরনের পেস্টিসাইড যা পারদ ভিত্তিক নয়।
সুতরাং, পারদ উপাদান আছে এমন রোগনাশক হলো এগ্রোসান।