প্রথম দেশ হিসেবে ক্রিপেটাকারেন্সি ব্যাবহার করে আমদানি করে -
Solution
Correct Answer: Option C
• ‘বিট কয়েন’ আবিষ্কার করেন—সাতোশি নাকামাতো।
• ১ নভেম্বর, ২০২২ পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)।
• বর্তমানে বিশ্বে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ–ভেনেজুয়েলা।
• ‘কয়েনবেস—একটি ডিজিটাল মুদ্রা সিস্টেম।
• মির পেমেন্ট কার্ড—রাশিয়াভিত্তিক।
• মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ‘স্বর্ণমুদ্রা’ চালু করেছে–জিম্বাবুয়ে ।
• ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম—Sur।
• প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়–এল সালভাদর।
• সমুদ্র অর্থনীতি (Blue Economy) ধারণাটির প্রথম প্রবর্তক–গুন্টার পলি।