একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ ২.৪০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৫৫০ টাকা করে বিক্রয় করলেন । তার শতকরা কত লাভ/ক্ষতি হলো ?
A ১(৩/৮)
B ১(১২/২)
C ৩(১/৮)
D ৮(১/৩)
Solution
Correct Answer: Option D
৪টি মাছের বিক্রয়মূল্য = ৪ × ৫৫০ = ২২০০ টাকা
∴ ক্ষতি হয় = ২৪০০ − ২২০০ = ২০০ টাকা
∴ শতকরা ক্ষতি হয়= {(২০০/২৪০০)×১০০} = ৮(১/৩)%