৫ ঃ ৭, ৪ ঃ ৯, ৩ ঃ ২ এর মিশ্র অনুপাত কত হবে ?
A ৬০ ঃ ১২৪
B ১০ ঃ ২১
C ২৫ ঃ ১৩
D ১৩ ঃ ৫
Solution
Correct Answer: Option B
প্রথম রাশিগুলোর গুনফল ও দ্বিতীয় রাশিগুলোর গুণফলই হলো মিশ্র অনুপাত ।
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = (৫×৪×৩) ঃ (৭×৯×২)
=(৫×৪×৩)/(৭×৯×২) =১০/২১ = ১০ ঃ ২১