Solution
Correct Answer: Option A
-দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ ।
-আলবেনিয়া হচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র।
-এই মহাদেশে মোট ১২টি দেশ। এর মধ্যে লাতিন ১০টি দেশ হলো- আর্জেন্টনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা। দুইটি রাষ্ট্র লাতিন নয় । এই দুটি রাষ্ট্রের মধ্যে গায়ানা যুক্তরাজ্যের এবং সুরিনাম নেদারল্যান্ডের প্রাক্তন উপনিবেশ ছিল.