মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো-

A পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

B এশিয়া ও আফ্রিকার মাঝে

C আটলান্টিকের পূর্বে

D এশিয়া ও ইউরোপের মাঝে

Solution

Correct Answer: Option A

গ্রীক শব্দ 'মাইক্রো' অর্থ ক্ষুদ্র এবং ‘নেসাস' অর্থ দ্বীপ হতে মাইক্রোনেশিয়া নামকরণ। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থানকারী দ্বীপসমূহকে একত্রে মাইক্রোনেশিয়া বলে। এ অঞ্চলের স্বাধীন পাঁচটি দ্বীপ হলো- (১) ক্যারোলিন দ্বীপপুঞ্জ (২) মার্শাল দ্বীপপুঞ্জ (৩) কিরিবাতি (৪) নাউরু (৫) পালাউ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions