Correct Answer: Option A
সাঙ্গু নদীর (Sangu River) উৎপত্তি উত্তর আরাকান পাহাড়ে। এটি আরাকান ও চট্টগ্রামের মধ্যে সীমান্ত রেখা রচনা করেছে। স্থানীয়ভাবে এটি শঙ্খ নদী নামে পরিচিত। কর্নফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী।সাঙ্গু নদী বান্দবান জেলার প্রধানতম নদী। বান্দরবান জেলা শহরও এ নদীর তীরে অবস্থিত।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions