মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

A    পদ্মা

B    গড়াই

C    মহানন্দা

D    করতোয়া

Solution

Correct Answer: Option D

 

> সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে যে স্থানে: ভৈরব বাজারের নিকট আজমেরীগঞ্জ এ > সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করে: কালনি। > কালনি পুনরায় মেঘনা নাম ধারণ করে: ভৈরব বাজারের নিকট আজমিরিগঞ্জ এ > মেঘনা নদী পতিত হয়েছে: বঙ্গোপসাগরে। > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত: বুড়িগঙ্গা (১৮৬৪ সালে)। > পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে: চাঁদপুরে। > যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে: গোয়ালন্দে। > পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে: ভৈরব বাজার এ। > বাঙালী নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে: বগুড়ায়। > রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে: খুলনায়। > তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে: কুড়িগ্রামের চিলমারীতে।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions