একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ একক ও ক্ষেত্রফল ৫৪ বর্গ একক হলে, তার পরিধি কত হবে ?
A ২৫ একক
B ৩০ একক
C ৩৫ একক
D ৪০ একক
Solution
Correct Answer: Option B
দেয়া আছে, দৈর্ঘ ৯ একক এবং ক্ষেত্রফল ৫৪ বর্গএকক ।
∴ প্রস্থ = ৫৪/৯ = ৬ একক
∴ নির্ণয় পরিধি = ২ (দৈর্ঘ + প্রস্থ) একক
= ২(৯ + ৬) = ২ × ১৫ = ৩০ একক