১৯৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি?
A রমনা পার্ক
B বাহাদুরশাহ পার্ক
C গুলশান পার্ক
D ন্যাশনাল পার্ক
Solution
Correct Answer: Option B
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান
বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের নিকট
লক্ষ্মীবাজারে অবস্থিত। ১৮৫৮ সালে এ পার্কটির নামকরণ
করা হয় ভিক্টোরিয়া পার্ক আর ১৯৫৭ সালে সিপাহী
বিদ্রোহের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে এর নতুন নামকরণ করা
হয় বাহাদুর শাহ পার্ক।