কোন ছাত্রাবাসের ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
A ১৫ দিন
B ২০ দিন
C ২৪ দিন
D ১৮ দিন
Solution
Correct Answer: Option B
দিন বাকি থকে = (৩০-৫) = ২৫ দিন
মোট ছাত্র - (৪০+১০) = ৫০ জন
৪০ জন ছাত্রের খাবার আছে ২৫ দিনের
১জন ছাত্রের খাবার আছে ২৫ ×৪০ দিনের
∴৫০জন ছাত্রের খাবার আছে (২৫ × ৪০)/৫০ দিনের = ২০ দিন