Which of the following minerals is found at Madhyapara in Dinajpur district?
Solution
Correct Answer: Option D
• কঠিন শিলা ১৯৭৩ সালে দিনাজপুরের মধ্যপাড়ায় পাওয়া যায়। এই শিলার আয়তন ১.৪৪ বর্গ কিঃমিঃ।
খনিজ পদার্থ - অবস্থান:
চীনামাটি - বিজয়পুর, নেত্রকোনা, নওগা
কাঁচাবালি - হবিগঞ্জ, কুমিল্লা, সিলেট
সিলিকা বালু - কুমিল্লা, হবিগঞ্জ
তেজস্ক্রিয় বালি - কক্সবাজার সমুদ্র সৈকত
তেজষ্ক্রিয় পদার্থ - কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন
ইউরেনিয়াম - মৌলভীবাজার
গন্ধক - কুতুবদিয়া, কক্সবাজার
চুনাপাথার - সেন্টমার্টিন, সিলেট, জাফলং
পিট কয়লা - ফরিদপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট
হীরক ও স্বর্ণ - বড় পুকুরিয়া, দিনাজপুর
সোনা - দিনাজপুরের বড়পুকুরিয়া
রূপা, দস্তা - দীঘিপাড়া ও পত্নীতলা
কালো সোনা - কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন