Solution
Correct Answer: Option A
- বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কপাল কুণ্ডলা’ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস।
- উপন্যাসের প্রধান তিনটি চরিত্র হলো- কপালকুণ্ডলা, নবকুমার ও কাপালিক।
- “পথিক তুমি কি পথ হারাইয়াছ?”- কপালকুণ্ডলার এই উক্তিটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ।
- এই উপন্যাসের আরেকটি বিখ্যাত উক্তি হলো- “তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?”
- তার রচিত ‘দুর্গেশনন্দিনী’ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।