গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?

A ০২ টি

B ০৩ টি

C ০৪ টি

D ০৫ টি

Solution

Correct Answer: Option C

বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামঃ

- লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপরের দিকে লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"নিচে লেখা "সরকার" এবং বৃত্তের উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা।
- ডিজাইনার : এম এন সাহা।

বাংলাদেশের জাতীয় প্রতীকঃ

- বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল । তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটো করে তারকা।

- ডিজাইনার :-কামরুল হাসান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions