CBD কি ধরণের পরিবেশ কনভেনশন ?
A জলাশয় সক্রান্ত কনভেনশন
B ওজোন স্তর সক্রান্ত কনভেনশন
C বৈশ্বিক উষ্ণায়ন সক্রান্ত কনভেনশন
D জীববৈচিত্র সক্রান্ত কনভেনশন
Solution
Correct Answer: Option D
জীববৈচিত্র কনভেনশন বা Convention On Biological Diversity (CBD) স্বাক্ষরিত হয় ০৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডিজেনেরিওতে ।এর লক্ষ্য বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষন করা।