রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুলে ৬০০ টাকা বিনিয়োগ করলো। এক বছর পর তিনি কত টাকা পাবেন?
Solution
Correct Answer: Option B
১ম ক্ষেত্রে
আসল P = ৮০০ টাকা
মুনাফার হার r = ২০% = ২০/১০০
n = ১ বছর
মুনাফা I = ?
আমরা জানি,
I = Pnr
= ৮০০ × ১ × (২০/১০০)
= ১৬০ টাকা
২য় ক্ষেত্রে
আসল P1 = ৬০০ টাকা
মুনাফার হার r1 = ১৫% = ১৫/১০০
n1= ১ বছর
মুনাফা I1= ?
আমরা জানি,
I1= P1 n1 r1
= ৬০০ × ১ × (১৫/১০০)
= ৯০ টাকা
∴ মোট মুনাফা = (১৬০ + ৯০) টাকা
= ২৫০ টাকা