Solution
Correct Answer: Option A
- প্রাচীন প্রস্তর যুগ বা ফ্যালিওলিথিক এবং নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এর মধ্যবর্তী যুগ হলো মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক ।
- এ যুগের স্থায়িত্বকাল ছিল ১০,০০০ থেকে ৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দ।
- এ সময় মানুষ খাদ্য উৎপাদক ছিল না বরং খাদ্য সংগ্রহকারী ছিল।
- এ যুগে মানুষ পাথরের ব্যবহারের দক্ষতা অর্জন করে