বালকেরা স্কুলে যাচ্ছে। বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে?
Solution
Correct Answer: Option B
যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়। যেমন:
আমার ছোট ভাই লিখছে।
হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে ইত্যাদি।