আমিনা কথা বলতে থাকবে- কোন কাল?
A ঘটমান ভবিষ্যৎ
B সাধারণ ভবিষ্যৎ
C সাধারণ অতীত
D নিত্যবৃত্ত অতীত
Solution
Correct Answer: Option A
- যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলা হয়।
যেমন:
- মনীষা দৌড়াতে থাকবে।
- আমিনা কথা বলতে থাকবে।